woman marries pet dog: প্রাক্তন স্বামীও এত সুখ দেয়নি ! কুকুরকে বিয়ে এবং দু'বছর সংসার করার পর জানালেন মহিলা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
woman marries pet dog: পোষ্য কুকুরকে বিয়ে! দু'বছর সংসার। কেমন আছেন লন্ডনের আমান্ডা....
advertisement
1/5

প্রিয় পোষ্যকে বিয়ে করেছিলেন লন্ডনের আমান্ডা রেজার্স। প্রায় ২০০ লোককে তিনি বিয়েতে ডেকে ছিলেন। প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পর বেশ কিছুদিন একা থাকেন তিনি। তারপর নিজের পোষ্য কুকুরকে ভালবেসে ফেলেন আমান্ডা। photo source collected
advertisement
2/5
ঠিক করেন এই পোষ্যকেই তিনি বিয়ে করবেন। তখন তাঁর ৪৭ বছর বয়স। ঘটনাটি ২ বছর আগের। সে সময় এ কথা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। বিকৃত মস্তিষ্কের মনে হয়েছিল আমন্ডাকে। photo source collected
advertisement
3/5
কিন্তু দু'বছর কুকুর স্বামীর সঙ্গে সংসার করার পর আমন্ডা যা বললেন তা সত্যিই অবাক করা ঘটনা। photo source collected
advertisement
4/5
একটি টিভি শোতে এসে আমান্ডা জানান, তিনি তাঁর আগের স্বামীর সঙ্গেও কোনও দিন এত ভাল থাকেননি। যা তিনি এই পোষ্য কুকুরকে বিয়ে করে পেয়েছেন। তা আর কেউ তাঁকে দিতে পারেনি। photo source collected
advertisement
5/5
তাঁর পোষ্য স্বামী অর্থাৎ আমান্ডার কুকুরটি নাকি খুব ভাল। সে কখনও আমান্ডাকে বিরক্ত করে না। আমন্ডার মন খারাপ হলে ভাল করার চেষ্টা করে। সব সময় আমান্ডাকে খুশি রাখার চেষ্টা করে। ভাল থাকার জন্য একজন স্বামী এর থেকে বেশি কি দেবেন! আমন্ডার এই জবাবে গোটা বিশ্বের মানুষ ফের একবার চমকেছেন। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
woman marries pet dog: প্রাক্তন স্বামীও এত সুখ দেয়নি ! কুকুরকে বিয়ে এবং দু'বছর সংসার করার পর জানালেন মহিলা