Winter Skin Care Tips: চিনি খেলেই বিপদ! শীতকালে চিনি দিয়েই করুন ত্বকের যত্ন! জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Winter Skin Care Tips: কালো দাগ থেকে ফাটা ত্বক। শীতের সব সমস্যার সমাধান করবে চিনি! জানুন
advertisement
1/6

শরীর সচেতন প্রতিটি মানুষই এখন চিনি থেকে দূরে থাকেন। চিনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও ত্বকের পক্ষে কিন্তু উপকারী।
advertisement
2/6
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান শীতে ত্বকের কালো ছোপ তুলতে ব্যবহার করুন চিনি। ত্বকের মৃত কোষ তুলে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি।
advertisement
3/6
কয়েক ফোটা লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন তবে ধোয়ার আগে স্ক্রাব করে নিতে পারেন। সপ্তাহে একদিন এই প্যাকটি মুখে লাগালে মুখের দাগ ছোপ দূর হবে।
advertisement
4/6
শুধু ত্বক নয় শীতের সময় ঠোঁট শুকনো হয়ে যায়। ঠোঁট ফাটার সমস্যা ঠিক করতে বিটের রস ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগান। নরম ও লালচে হওয়ার পাশাপাশি শুষ্ক ঠোঁট ফাটবে না। বরং ঠোঁটের জেল্লা দ্বিগুণ বেড়ে যাবে।
advertisement
5/6
হঠাৎ করে অনেকটা ওজন বাড়লে বা কমলে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। প্রেগনেন্সির পরেও পেটে বা থাইয়ে এমন ফাটা ফাটা দাগ দেখা যায়। এই সময় কফি ,চিনি ,আমন্ড তেল ও মধু মিশিয়ে পেটে মালিশ করলে স্ট্রেট মার্ক হালকা হয়ে যাবে।
advertisement
6/6
এছাড়া মুখে ব্রণের কালো দাগ তুলতে চিনি ও কলার ফেসপ্যাক করুন সপ্তাহে একদিন। এতে ব্রণের কালো দাগ দূর হবে নিমিষে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Skin Care Tips: চিনি খেলেই বিপদ! শীতকালে চিনি দিয়েই করুন ত্বকের যত্ন! জানুন বিশেষজ্ঞের মত