Winter Joint Pain: শীত পড়তেই হাঁটু-কোমর ব্যথা? কাবু হবে ৫টি সহজ-ঘরোয়া উপায়েই
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
শীতে হাঁটু ব্যথার সমস্যায় ভোগেন বয়স্ক মানুষেরা। একটু তাপমাত্রা কমলেই গাঁটে ব্যথা, কোমরে ব্যথার সমস্যা দেখা দেয়।
advertisement
1/7

শীতে হাঁটু ব্যথার সমস্যায় ভোগেন বয়স্ক মানুষেরা। একটু তাপমাত্রা কমলেই গাঁটে ব্যথা, কোমরে ব্যথার সমস্যা দেখা দেয়।
advertisement
2/7
তাই অনেক সময় বেশি ওষুধ খেতে হয়, সুস্থ থাকার জন্য৷ কিন্তু বাড়িতেই থেকে মুক্তি পেতে এই টোটকা ব্যবহার করতে পারেন৷
advertisement
3/7
আইস প্যাক- তিন-চার টুকরো বরফ টাওয়েলে জড়িয়ে হাঁটুর ঠিক যে জায়গায় ব্যথা হচ্ছে, সেখানে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখুন।
advertisement
4/7
মাসাজ থেরাপি- ৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে ১০-১৫ মিনিট মালিশ করুন। দিনে দু'-তিনবার করতে হবে।
advertisement
5/7
হিট থেরাপি- গরম জলের মধ্যে ১০-১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। দিনে দু'-তিনবার করতে হবে।
advertisement
6/7
দুধ- দু'কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়ো ও সামান্য হলুদের গুঁড়ো ভালভাবে ফোটাতে হবে, যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে। টানা দু'মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে।
advertisement
7/7
চলাফেরা করুন- যাঁদের হাঁটু ব্যথা আছে, তাঁরা কঠিন ব্যায়াম করবেন না। বরং ধীরে-সুস্থে এক জায়গায় ঘুরতে পারেন, এটা অনেক বেশি উপকারী। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Joint Pain: শীত পড়তেই হাঁটু-কোমর ব্যথা? কাবু হবে ৫টি সহজ-ঘরোয়া উপায়েই