Winter Hair Care: শীতে রুক্ষ, শুষ্ক চুল,মাথাভর্তি খুশকি? দামি শ্যাম্পু-সিরাম নয়, যে ঘরোয়া তেলে চুলে ফিরবে জেল্লা, খুশকি গায়েব হবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শীতকাল মানেই রুক্ষ, শুষ্ক চুল, মাথায় উঁকি মারে খুসকি। সমস্যার সামাধানে অনেকেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে শ্যাম্পু-সিরাম কেনেন, ছোটেন পার্লারে, কিন্তু আখেরে কিছুই লাভ হয় না! উল্টে কসমেটিক্সে থাকা ক্ষতিকর কেমিক্যালে চুলের বারোটা বাজে! কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে! বাড়িতে থাকা তিনটে তেলেই শীতকালে চুলে ফিরবে জেল্লা, চুল হবে রেশমের মতো মসৃণ, খুসকি গায়েব হবে চিরতরে--
advertisement
1/5

শীতকাল মানেই রুক্ষ, শুষ্ক চুল, মাথায় উঁকি মারে খুসকি। সমস্যার সামাধানে অনেকেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে শ্যাম্পু-সিরাম কেনেন, ছোটেন পার্লারে, কিন্তু আখেরে কিছুই লাভ হয় না! উল্টে কসমেটিক্সে থাকা ক্ষতিকর কেমিক্যালে চুলের বারোটা বাজে! কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে! বাড়িতে থাকা তিনটে তেলেই শীতকালে চুলে ফিরবে জেল্লা, চুল হবে রেশমের মতো মসৃণ, খুশকি গায়েব হবে চিরতরে--
advertisement
2/5
খুশকি ও স্ক্যাল্পের চুলকানির মোকাবিলায় নারকেল তেল ও নিমতেল-- নীমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা খুসকি দূর করে, মাথার ত্বকে চুলকানি নিরাময় করে।
advertisement
3/5
১০০ মিলি নারকেল তেল আর একমুঠো নিমপাতা স্টিলের পাত্রে ফুটিয়ে নিন। তেলে সবুজ রং ধরলে আঁচ বন্ধ করে, ঠান্ডা করে ছেঁকে নিয়ে কাচের বোতলে ভরে রাখুন।
advertisement
4/5
নারকেল তেল আর কারি পাতা-- নারকেল তেল আর কারি পাতার মিশ্রণ চুল গোড়া থেকে শক্ত করে। ২৫০ মিলি নারকেল তেলে একমুঠো কারি পাতা ফেলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে তেল ছেঁকে কাচের বোতলে ভরে রাখুন। এই তেল অকালে চুল পাকা রোধ করে, চুল মজবুত করে, চুল পড়া কমায়।
advertisement
5/5
ক্যাস্টর অয়েল ও আর্গান অয়েল-- শুষ্ক, রুক্ষ চুলের সমস্যা মেটাতে এই তেল এক্সপার্ট। ২ চা-চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৪ চা চামচ আর্গান অয়েল, ২ চা চামচ জাজোবা তেল, ৫-৬ ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন। এই তেলের মিশ্রণ সপ্তাহে দু'দিন মাখলে চুলে জেল্লা ফেরে, চুলের গোড়া মজবুত করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Hair Care: শীতে রুক্ষ, শুষ্ক চুল,মাথাভর্তি খুশকি? দামি শ্যাম্পু-সিরাম নয়, যে ঘরোয়া তেলে চুলে ফিরবে জেল্লা, খুশকি গায়েব হবে