Cracked Heel : শীত পড়তেই পায়ের গোড়ালি ফেটে 'হাঁ'! ব্যথায় পা ফেলতে পারছেন না? ৪৮ ঘণ্টাতেই ম্যাজিকের মতো মুক্তি, রইল সহজ ঘরোয়া সমাধান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Crack Heel Magical Home Remedies : শীত পড়তেই ঠোঁট ফাটা, পায়ের গোড়ালি ফাটা সমস্যা খুবই সাধারণ। পায়ের গোড়ালি ফাটার সমস্যা ছেলেমেয়ে সকলের মধ্যে দেখা যায়...
advertisement
1/8

*শীত পড়তেই ঠোঁট ফাটা, পায়ের গোড়ালি ফাটা সমস্যা খুবই সাধারণ। পায়ের গোড়ালি ফাটার সমস্যা ছেলেমেয়ে সকলের মধ্যে দেখা যায়। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*তবে ছেলেদের থেকেও মেয়েদের পা ফাটার সমস্যা তুলনায় বেশি হয়, এমনই পরিসংখ্যান। কিছু কিছু সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন পা ফুটিফাটা হয়ে রক্ত বের হতে শুরু করে দেয়। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*শুধু শীতের কারণে এই পা ফাটে সেটা একদমই না। অনেকক্ষেত্রে যত্নের অভাব, নোংরা এবং অপরিষ্কার পা দীর্ঘক্ষণ রাখার ফলে অথবা অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেও গোড়ালি ফাটতে শুরু করে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*গোড়ালির ফাটা সারাতে অনেকেই বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করেন, যার জন্য অনেক টাকা খরচ করতে হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*তবে এবার একটি ঘরোয়া উপায়ে সামান্য ২০-৩০ টাকার খরচা করেই পা ফাটা সমস্যা থেকে রেহাই পাবেন। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*আপনাদের প্রয়োজন একটি মোমবাতি, ৫০ গ্রাম সরষের তেল এবং দুটি ভিটামিন e ক্যাপসুল। এই সমস্ত মিশ্রণটি হালকা গ্যাসের তাপে গরম করে নিয়ে, পায়ের ফাটা জায়গায় সপ্তাহের পাঁচদিন লাগালেই সমস্ত ফাটা উধাও হয়ে যাবে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*যদি আপনি মনে করেন একবার এই মিশ্রণটি তৈরি করে আপনি একমাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ফাটা পায়ের যত্ন নিতে ঘরোয়া উপাদানেরও সাহায্য নিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*কলার সাহায্যে ফাটা গোড়ালির যত্ন নেওয়া যায়। পাকা কলা চটকে মেখে, সেই কলার ক্কাথ গোড়ালিতে লাগিয়ে নিন। মিনিট কুড়ি রেখে পা ধুয়ে ফেলুন। পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cracked Heel : শীত পড়তেই পায়ের গোড়ালি ফেটে 'হাঁ'! ব্যথায় পা ফেলতে পারছেন না? ৪৮ ঘণ্টাতেই ম্যাজিকের মতো মুক্তি, রইল সহজ ঘরোয়া সমাধান