TRENDING:

Winter Care: শীত প্রায় শেষ! ছোট্ট 'এই' কাজ করুন, বছরের পর বছর নতুন থাকবে বাড়ির লেপ-কম্বল

Last Updated:
Winter Care: শীতের শেষে লেপ-কম্বল-সোয়েটার গুছিয়ে তুলে রাখতে হবে বিশেষ কৌশলে, তাহলেই সেই সব শীতের জিনিস থাকবে একেবারে নতুনের মতো।
advertisement
1/9
শীত প্রায় শেষ! ছোট্ট 'এই' কাজ করুন, বছরের পর বছর নতুন থাকবে বাড়ির লেপ-কম্বল
*Blanket Cleaning Tips: শীত বিদায় এখন সময়ের অপেক্ষা। কলকাতায় শীত ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে না শীত, না গরমে নাজেহাল অবস্থা। অনেকে লেপ-কম্বল নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। লেপ-কাঁথা-কম্বল সব তুলে রাখবেন নাকি আরও কিছুদিন বাইরে রাখবেন? তা নিয়ে দ্বিধার শেষ নেই।
advertisement
2/9
*তবে তুলে রাখব বললেই তো হল না, শীতের শেষে লেপ-কম্বল-সোয়েটার গুছিয়ে তুলে রাখতে হবে বিশেষ কৌশলে, তাহলেই সেই সব শীতের জিনিস থাকবে একেবারে নতুনের মতো।
advertisement
3/9
*লেপ-কম্বল-কাঁথা হোক কিংবা সোয়েটার, সঠিকভাবে গুছিয়ে তুলে রাখতে না পারলে নষ্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি। বছরের পর বছর যাতে ব্যবহার করা যায়, থাকে একদম নতুনের মত, তার জন্য প্রত্যেকবার শীতের শেষে বিশেষ যত্ন নেওয়া জরুরি।
advertisement
4/9
*শীতের শেষে লেপের যত্নঃ যত বেশি জাঁকিয়েই শীত পড়ুক না কেন শিমুল তুলোর লেপের কাছে জব্দ। তবে শিমুল তুলোর লেপ কখনও ধোবেন না বা ড্রাই ওয়াশ করবেন না। শীতের মধ্যে শুধু রোদে দিতে পারেন নিয়মিত। আর লেপের কভারটা শুধু মাঝে মাঝে পরিষ্কার করে নিন।
advertisement
5/9
*শীত শেষে লেপ তুলে রাখবেন, তখন সুন্দর করে গুছিয়ে লেপের ফাঁকে ফাঁকে ন্যাপথালিন, নিম পাতা বা কালোজিরা ছোট কাপড়ের পুটলিতে বেঁধে রাখুন। এতে পোকামাকড় ধারে কাছে ঘেঁষবে না।
advertisement
6/9
*শীতের শেষে কাঁথার যত্নঃ হালকা শীতের জন্য কাঁথার কোনও বিকল্প নেই। এই কাঁথাগুলি কোনও লন্ড্রিতে দিয়ে বা বাড়িতে নিজেরাই কেচে নিতে পারেন। ডিটারজেন্টে বা সার্ফে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন প্রথমে। তারপর হাতে ঘষে কেচে জলে ধুয়ে নিলেই কেল্লাফতে। তুলে রাখার সময় কাঁথার ভাঁজে ভাঁজে ন্যাপথালিন, নিম পাতা বা কালোজিরার পুটলি রেখে দিতে পারেন।
advertisement
7/9
*শীতের শেষে কম্বলের যত্নঃ কম্বল আপনি ড্রাই ওয়াশ করে নিতে পারেন। জলের মধ্যে শ্যাম্পু দিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে হালকা হাতে জলে ধুয়ে শুকিয়ে নিন। তুলে রাখার সময় কভার পরিয়ে ভাঁজে ভাঁজে ন্যাপথালিন বা নিমপাতা রেখে দিন। মাঝেমধ্যে এই কম্বল বের করে রোদে দিলে তা বহুদিন পর্যন্ত ভাল থাকে।
advertisement
8/9
*শীতের শেষে সোয়েটারের যত্নঃ শীতের শেষে তুলে রাখার আগে অবশ্যই কেচে নিন সোয়েটার এবং অন্যান্য গরম পোশাক। কড়া সার্ফ বা ডিটারজেন্টের বদলে ব্যবহার করুন শ্যাম্পু বা লিকুইড ডিটারজেন্ট।
advertisement
9/9
*মনে রাখবেন সোয়েটার কিংবা পশমের জামা-কাপড় সরাসরি ডিটারজেন্টের সংস্পর্শে আনবেন না। কেচে রোদে শুকিয়ে ন্যাপথালিন ও নিম পাতা দিয়ে একটা বড় প্লাস্টিকের বাক্সে ভরে রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Care: শীত প্রায় শেষ! ছোট্ট 'এই' কাজ করুন, বছরের পর বছর নতুন থাকবে বাড়ির লেপ-কম্বল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল