Interior Tips: সাবধান! সাদা নয়, ঘরে করুন হলুদ রং, কেন বলছেন বিশেষজ্ঞরা, শুনলে বুদ্ধি খুলে যাবে
- Published by:Uddalak B
Last Updated:
Interior Tips: আপনি কি জানেন, ঘরের রং সাদা রাখা একেবারেই উচিত নয়৷
advertisement
1/5

ঘরের রং কী করা হবে, তা নিয়ে বিস্তর আলোচনা হয় পরিবারের সদস্যদের মধ্যে৷ অনেকেই ঘরের রং সাদা রাখতে পছন্দ করেন, কিন্তু আপনি কি জানেন, ঘরের রং সাদা রাখা একেবারেই উচিত নয়৷
advertisement
2/5
হ্যাঁ, বিশেষজ্ঞরা তেমন কথাই বলছেন৷ অনেকেই ভাবেই, ঘরের রং সারা রাখলে তাতে সূর্যের আলো খেলবে বেশি, আরও উজ্জ্বল দেখাবে ঘর৷ পাশাপাশি, চোখের দৃষ্টিতে আপাত ছোট ফ্ল্যাট বড় মনে হবে৷
advertisement
3/5
কিন্তু না, বিশেষজ্ঞরা বলছেন, তা একেবারেই ভুল৷ তাঁদের মতে ঘরের রং সাদা করলে আসলে উল্টো ফল হবে৷ ঘর আরও কালো দেখাবে এবং ছোট মনে হবে৷ তাছাড়াও বিপদ অনেক৷ তা হলে কী রং করবেন ঘরে৷
advertisement
4/5
ইন্টেরিয়ার ডিজাইনারদের মতে, সাদা রং ঘরের অন্ধাকরতম স্থানগুলিকে উজ্জ্বল করার চেষ্টা করে, তাতে ঘরে আরও ছায়া তৈরি হয়৷ সেই কারণে সাদার বদলে তাঁরা ঘরে হলুদ রং করার পরামর্শ দিচ্ছেন৷
advertisement
5/5
হল্ুদ ছাড়াও যে কোনও উজ্জ্বল রং ঘরে করা যেতে পারে৷ হলুদ ছাড়াও অনেক উজ্জ্বল রং আছে৷ একটি উদাহরণ হিসাবে বলা যেতে পারে হলওয়ে হলুদ করলে সেটা অনেক বড় দেখাবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Interior Tips: সাবধান! সাদা নয়, ঘরে করুন হলুদ রং, কেন বলছেন বিশেষজ্ঞরা, শুনলে বুদ্ধি খুলে যাবে