Unknown Facts || লেপের কাপড় লাল, কিন্তু কেন? জানেন সেই অজানা তথ্য?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Unknown Facts || এর প্রথম এবং প্রধান কারণ হল ময়লা৷ লেপ সাধারণত ধোয়া বা কাচা যায় না৷ আর লাল কাপড় ব্যবহার করলে ময়লা সহজে বোঝা যায় না৷
advertisement
1/5

লেপ-তোষক কম্বলের ব্যবসা একটি বহুল জনপ্রিয় ব্যবসা৷ বেশ কিছুদিন আগে পর্যন্ত বাড়িতে এসে লেপ বানানো হত৷ ছাদে পেটানো হত লেপ৷ তুলো উড়ত চারদিকে৷ সে সব এখন অতীত৷
advertisement
2/5
এছাড়া বহু প্রাচীন কাল থেকে এই রীতি চলে আসছে৷ ইতিহাস বদলেছে৷ মসনদ বদলেছে, কিন্তু এই পরম্পরার বদল ঘটেনি৷ তাই আজও লেপ লালই হয়৷
advertisement
3/5
তবে সেই প্রাচীন উপায়ে লেপ বানানোর চল উঠে গেলেও, লেপ ওঠেনি৷ যতদিন শীত থাকবে আর যতদিন ঘুম থাকবে, ততদিন জীবনে লেপও থাকবে৷
advertisement
4/5
তবে লেপের কিন্তু একটা ইতিহাস আছে৷ যেই ইতিহাসের কথা হয়তো অনেকেরই অজানা৷
advertisement
5/5
লেপের কাপড় কিন্তু লাল হয়৷ আধুনিক লেপ বাদ দিলে সব লেপ মানেই কিন্তু লাল কাপড়ে মোড়া তুলো৷ কিন্তু কেন? এর প্রথম এবং প্রধান কারণ হল ময়লা৷ লেপ সাধারণত ধোয়া বা কাচা যায় না৷ আর লাল কাপড় ব্যবহার করলে ময়লা সহজে বোঝা যায় না৷