TRENDING:

Love Making Tips|| দাম্পত্যে সঙ্গমে অনিচ্ছা? যৌনতায় টান কমেছে? দীর্ঘ সমস্যা মিটবে সহজ 'এই' টোটকায়...

Last Updated:
Married Couples Stop Having Sex here's why: সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি হল শারীরিক সম্পর্ক। তবে, বিয়ের কয়েক বছর পরই অনেক দম্পতির মধ্যে শারীরিক টান কমে আসে। কেন মাথায় রাখতে পারলেই মিটবে সমস্যা।
advertisement
1/7
দাম্পত্যে সঙ্গমে অনিচ্ছা? যৌনতায় টান কমেছে? দীর্ঘ সমস্যা মিটবে সহজ 'এই' টোটকায়..
*যখন একটি সম্পর্ক শুরু হয় বা সদ্য বিয়ে হয়, তখন যৌন চাহিদা বা আকাঙ্খা (Sex Drive) চরম মাত্রায় থাকে। একে অপরকে জানা, চেনা ও কাছে পাওয়ার বাসনা চরমে থাকে সেই সময়ে। প্রতীকী ছবি।
advertisement
2/7
*সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি হল শারীরিক সম্পর্ক। তবে, বিয়ের কয়েক বছর পরই অনেক দম্পতির মধ্যে শারীরিক টান কমে আসে। অনেক সময়ে আবার পুরোপুরি বন্ধই হয়ে যায় শারীরিক মিলন। কেন এরকম হয়, সেটা মাথায় রাখতে পারলেই দূরত্ব অতিক্রম করে আবার জাগিয়ে তোলা যায় আকর্ষণ! প্রতীকী ছবি।
advertisement
3/7
*রোজকার রুটিন: অনেকেই তাঁদের জীবন রুটিনে বাঁধতে পছন্দ করেন না। জীবন যদি দৈনন্দিন কাজের মতো হয়ে ওঠে এবং শারীরিক মিলনও তার মধ্যে পড়ে, তাহলে সমস্যা দেখা দেবে। যদি এটা রুটিনে পরিণত হয় যে রাতের খাবারের পরে এবং দাঁত ব্রাশ করার পরে যৌনতা বাধ্যতামূলক, তাহলে এটি অনিচ্ছার মূল কারণ হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/7
*যৌন মিলনে আগ্রহ হারানো: এই ক্ষেত্রে ইচ্ছা, উত্তেজনা সবটাই চলে গিয়েছে। ফোরপ্লে (Foreplay) বা অন্য কোনও কিছুই ইচ্ছা অবশিষ্ট নেই। মানে, দম্পতিরা একেবারেই শারীরিক মিলনে আগ্রহ হারিয়েছেন। এ ক্ষেত্রে পরস্পরকে সময় দিলে ভাল হয়। প্রতীকী ছবি।
advertisement
5/7
*বাচ্চা, বাবা-মায়ের উপস্থিতি: যখন বাড়িতে বাচ্চা এবং মা-বাবা থাকে, তখন যৌনতার ইচ্ছা চলে যায়। কারণ, গোপনীয়তা বজায় রাখার চ্যালেঞ্জ সামনে আসে। সারাদিন বাচ্চাদের সামলানোর ঝক্কিও থাকে। তাই ধীরে ধীরে মিলনের ইচ্ছা, আকাঙ্খা বা প্রয়োজন চলে যায়। তখন বেড়াতে যাওয়ার জন্য ছুটি নিতে হবে। স্ত্রী বা স্বামীর সঙ্গে একান্তে কাটানোর সময় বের করতে হবে। প্রতীকী ছবি।
advertisement
6/7
*জন্ম নিয়ন্ত্রক ওষুধ: জন্ম নিয়ন্ত্রক ওযুধ যৌন চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ। অনকেই তাড়াতাড়ি মা-বাবা হতে চান না। সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রক বড়ি ব্যবহার করেন। এতে উল্টে সমস্যা আরও বাড়ে। যৌন চাহিদা ক্রমেই কমে যেতে থাকে। তাই অন্য সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতীকী ছবি।
advertisement
7/7
*নিরাপত্তাহীনতা: বিয়ের পরে, অনেক দম্পতিই জিমে গিয়ে নিজেদের ফিট রাখার চেষ্টা করেন। বিয়ের পর শারীরের পরিবর্তন হওয়ার আশঙ্কায় ভোগেন তাঁরা। আর এটাই অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। এটা খুবই স্বাভাবিক যে বিয়ের পর শরীরের পরিবর্তন হবে, বয়সও বাড়বে। বিয়ের পর কেমন দেখতে এটা মাথায় রাখলে চলবে না, পরিবর্তন মেনে নিতে হবে। সঙ্গীকেও মেনে নিতে হবে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Love Making Tips|| দাম্পত্যে সঙ্গমে অনিচ্ছা? যৌনতায় টান কমেছে? দীর্ঘ সমস্যা মিটবে সহজ 'এই' টোটকায়...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল