Healthy Lifestyle: 'পাবলিক টয়লেট'- এর দরজা নীচ থেকে কাটা থাকে কেন জানেন? এর পিছনে রয়েছে বিরাট কারণ
- Published by:Rachana Majumder
Last Updated:
Why Public Toilets Have Short Doors: দরজা নীচ থেকে কাটা থাকলে বাইরে থেকে ভিতরে থাকা ব্যক্তির পা দেখা যায়, তাতে আর আলাদা করে দরজার কড়া নাড়তে হয় না।
advertisement
1/5

শপিং মল হোক বা কিছু অফিস, অথবা সিনেমা হল, এসব ক্ষেত্রে শৌচালয়গুলিতে আড়ালয়া খানিক কম। পায়ের নীচ থেকে খানিক অংশ, মাথার খানিক অংশ যেন কেটে বাদ দেওয়া।
advertisement
2/5
এর পিছনে রয়েছে বেশ বড় কারণ৷ সিনেমা হল, অফিস, শপিং মলের শৌচালয় মানে তো জনগণের যাতায়াত থাকে সব সময়ে। সেক্ষেত্রে সহজে পরিষ্কার করা যায় শৌচালয়গুলি। মেঝে পর্যন্ত দরজা থাকলে জল বের করা যায় না প্রায়শই। তা ছাড়া দরজা কাটা থাকলে বারবার জল লেগে দরজার কাঠ নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
3/5
দরজা কাটা থাকলে, নীচ থেকে বা বাইরে থেকে সিগারেটের ধোঁয়া বেরিয়ে পড়ে। আর তাতে পাবলিক শৌচালয়ে ধূমপান রোধ করা সম্ভব।
advertisement
4/5
বাথরুমের ভিতরে বিপদ হলে, কাউকে বের করতে হলে এমন দরজা উপকারি। বাথরুমে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ছোট দরজা দিয়ে সহজে ভিতরে প্রবেশ করে তাঁকে উদ্ধার করা যায়। এ ছাড়া ছোট ছোট খুপড়ির মতো জায়গায় যাতে বায়ু চলাচল হতে পারে, তার জন্যেও এই ধরনের শৌচালয় বানানো হয়। ছাড়া ছোট ছোট দরজা থাকলে শৌচালয়ের ভিতর থেকে বাইরে কথোপকথন চালানো সম্ভব। কারও প্রয়োজন পড়লে সে বাইকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন।
advertisement
5/5
দরজা নীচ থেকে কাটা থাকলে বাইরে থেকে ভিতরে থাকা ব্যক্তির পা দেখা যায়, তাতে আর আলাদা করে দরজার কড়া নাড়তে হয় না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: 'পাবলিক টয়লেট'- এর দরজা নীচ থেকে কাটা থাকে কেন জানেন? এর পিছনে রয়েছে বিরাট কারণ