TRENDING:

Kojagari Laxmi Puja 2022 || নারকেল ছাড়া কিন্তু লক্ষ্মীপুজো অসম্ভব, জেনে নিন কত কাজে লাগে এই ফল

Last Updated:
লক্ষ্মীপুজোর প্রসাদের প্রধান উপকরণই হল নাড়ু। নারকেল কুরে তাতে গুড় বা চিনির পাক দিয়ে নাড়ু বানানো হয়।
advertisement
1/5
নারকেল ছাড়া কিন্তু লক্ষ্মীপুজো অসম্ভব, জেনে নিন কত কাজে লাগে এই ফল
নারকেলকে সবসময় শুভ হিসাবেই বিচার করা হয়৷ যে কোনও শুভ অনুষ্ঠানের আগে নারকেল ফাটানো খুবই মঙ্গলজনক৷ সকাল সকাল যদি  নারকেল দেখেন তাহলে বলাই যায় আপনার ভালো সময় আসন্ন বা মা লক্ষ্মীর প্রসাদ আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন৷   সকালে নারকেল দেখাকে খুব শুভ বলে মনে করা হয়।  এরকম ইঙ্গিত দিয়ে মা লক্ষ্মী বুঝিয়ে দেন আপনার ভালো সময় এবার এসে গিয়েছে।  লক্ষ্মীপুজোর সঙ্গে কিন্তু নারকেলের একটা গভীর সম্পর্ক রয়েছে৷ Photo- Representative
advertisement
2/5
৯ অক্টোবর, রবিবার পড়েছে এ বছরের কোজাগরী লক্ষ্মীপুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি। যতই প্রবাদ বলুক, অর্থই অনর্থের মূল, অর্থ ছাড়া কেউ যে এক পা চলতে পারে না, সেকথা কে না জানে। তাই বাজারের সমস্ত উপকরণ অগ্নিমূল্য হলেও কষ্টেসৃষ্টে আজও হিন্দু বাড়িতে রীতি মেনে পুজো হয় দেবীর। আর সেখানে নারকেল লাগবেই৷
advertisement
3/5
লক্ষ্মীপুজোর প্রসাদের প্রধান উপকরণই হল নাড়ু। নারকেল কুরে তাতে গুড় বা চিনির পাক দিয়ে নাড়ু বানানো হয়।
advertisement
4/5
নারকেল ছাপ সন্দেশ, চন্দ্রপুলি এসবও কিন্তু লক্ষ্মীপুজোয় প্রয়োজনীয় উপকরণ৷
advertisement
5/5
পুরাণ মতে, এই পুজোর দিনে আগে সন্ধেয় সবার বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা হত। তারপর সবাই তাস, পাশা খেলে, গানবাজনা করে রাত জাগতেন। চঞ্চলা লক্ষ্মী কোনও কারণে বাড়িতে পা রাখলে তাঁকে নিজের বাড়িতে অচলা করার জন্যে। ব্রতকথাতেও বলা আছে, এই দিন পুজোর পর ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবীকে সারারাত জেগে স্মরণ করলে কৃপা লাভ সম্ভব। এখনকার দিনে সারা রাত হয়তো জাগা কারোর পক্ষেই সম্ভব নয়, তবে সন্ধেয় বেশিরভাগ বাড়িতেই কোজাগরীর পুজো হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kojagari Laxmi Puja 2022 || নারকেল ছাড়া কিন্তু লক্ষ্মীপুজো অসম্ভব, জেনে নিন কত কাজে লাগে এই ফল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল