TRENDING:

Quiz: দামি অ্যাপেলের ফোন কেনার খুব ইচ্ছে, আগে বলুন দেখি iPhone-র ছোট i-এর মানে কী?খুব সহজ উত্তর কিন্তু ৯৯% মানুষ জানেন না

Last Updated:
অ্যাপেলের ফোনকে iPhone বলে৷ অন্যান্য সংস্থার যে ফোন রয়েছে তার আলাদা করে নাম সেভাবে শোনা যায় না৷ শুধু অ্যাপেলর ফোনই নয়, অ্যাপেলের ল্যাপটপ বা ট্যাবকে বলে iMac, iPad. iPhone-iPad-iMac-এ এই i-র মানে কী? অনেকেই এর মানে জানেন না, শিওর৷ আপনিও কী সেই দলের? তাহলে আজ এই প্রতিবেদন আপনার জ্ঞান বাড়িয়ে দেবে৷
advertisement
1/10
বলুন দেখি iPhone-র ছোট i-এর মানে কী?খুব সহজ উত্তর কিন্তু ৯৯% মানুষ জানেন না
সাধারণ জ্ঞান যেমন আমাদের নানা দেশ বিদেশের তথ্য দিয়ে সমৃদ্ধ করে, তেমনই আবার এই জ্ঞান আমাদের নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার চটজলদি প্রশ্নের উত্তরের ভান্ডার হিসেবেও কাজ করে সময়ে বিশেষে।
advertisement
2/10
আমরা জানি যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
3/10
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। যেমন জাতীয় ফল, ফুল, পাখি বা কোন দেশের কোন বিল্ডিং বিখ্যাত বা দেশের রাজধানীর মতো তথ্য সবসময় জেনে রাখা উচিৎ৷
advertisement
4/10
আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই এই উত্তর জানেন না।
advertisement
5/10
ফোন আমাদের জীবনে অপরিহার্য৷ মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব নয়৷ নানা রকমের মোবাইল ফোন বাজারে পাওয়া যায়৷ সস্তা থেকে দামি, সবই রয়েছে৷
advertisement
6/10
তবে এই সব ফোনের মধ্যে iPhone-র প্রতি টেক লাভারদের আগ্রহ একটু বেশি৷ তার কারণ অ্যাপেলের এই ফোনে সিকিউরিটি যেমন খুব হাই, তেমনই এই ফোনের ক্যামেরা থেকে অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো দারুণ৷
advertisement
7/10
অ্যাপেলের ফোনকে iPhone বলে৷ অন্যান্য সংস্থার যে ফোন রয়েছে তার আলাদা করে নাম সেভাবে শোনা যায় না৷ শুধু অ্যাপেলর ফোনই নয়, অ্যাপেলের ল্যাপটপ বা ট্যাবকে বলে iMac, iPad. iPhone-iPad-iMac-এ এই i-র মানে কী? অনেকেই এর মানে জানেন না, শিওর৷ আপনিও কী সেই দলের? তাহলে আজ এই প্রতিবেদন আপনার জ্ঞান বাড়িয়ে দেবে৷
advertisement
8/10
আপনি যদি ভেবে থাকেন যে 'i' মানে ইন্টারনেট (internet) বোঝায়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। এবং এটি শুধুমাত্র একটি শব্দের জন্য দাঁড়ায় না।
advertisement
9/10
১৯৯৮-এ iMac দিয়ে পথচলা শুরু করে অ্যাপেল৷ তারপর থেকে তাঁদের একের পর এক জিনিস আসে বাজারে৷ এবং প্রতিটিই হিট!
advertisement
10/10
অ্যাপল পণ্যে 'আই' মানে 'ইন্টারনেট, (internet) ব্যক্তিগত, (individual) নির্দেশ,(instruct) তথ্য (inform) এবং অনুপ্রেরণা' (inspire)। এটি 1998 সালে iMac লঞ্চের সময় স্টিভ জবস এমনই ব্যাখ্যা করেন। স্টিভ শ্রোতা এবং কর্মচারীদের কাছে কোম্পানির মূল্যবোধ এবং নীতিগুলি শেখানোর জন্য একটি ব্যক্তিগত এবং 'নির্দেশনা' হিসাবে 'i' চালু করার দিকে মন দেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Quiz: দামি অ্যাপেলের ফোন কেনার খুব ইচ্ছে, আগে বলুন দেখি iPhone-র ছোট i-এর মানে কী?খুব সহজ উত্তর কিন্তু ৯৯% মানুষ জানেন না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল