TRENDING:

মুসলিম মহিলাদের শরীর ঢাকা পোশাক কী কী? বোরখা-হিজাব-নিকাবের পার্থক্য জানুন

Last Updated:
বোরখা-হিজাব-নিকাবের (Burka, Hijab, Niqab) পার্থক্য কী? আফগানিস্তানে তালিবানি (Afghanistan Women) রাজের পর থেকে প্রশ্ন সাধারণ মানুষের মনেও...
advertisement
1/11
মুসলিম মহিলাদের শরীর ঢাকা পোশাক কী কী? বোরখা-হিজাব-নিকাবের পার্থক্য জানুন
বোরখা যেমন হিজাব নয়, তেমন হিজাবও কিন্তু নিকাব নয়। ইসলাম ধর্মাবলম্বী মহিলারা বিভিন্নভাবে নিজেদের মুখ ঢেকে রাখেন৷ জেনে নেওয়া যাক, কোন হিজাব-নাকাব-বোরখায় পার্থক্য কী৷
advertisement
2/11
বোরখা যেমন হিজাব নয়, তেমন হিজাবও কিন্তু নিকাব নয়। ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে বোরখা পরা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। শুধু তাই নয়, মুখ ঢাকা কোনও পোশাক পরা যাবে না বলে রবিবার ডিক্রি জারি করেছেন সেদেশের প্রেসিডেন্ট। (Image: Reuters)
advertisement
3/11
আবায়া হচ্ছে নারীদের পুরো শরীর ঢাকা রাখার পোশাক বিশেষ যা সৌদি আরব, আরব উপদ্বীপ ও আফ্রিকার উত্তর অঞ্চলে পরতে দেখা যায়।
advertisement
4/11
advertisement
5/11
নিকাব হল বোরকার মতই, তবে এতে চোখের ওপর কোন আবরণ থাকেনা।
advertisement
6/11
এটি হিজাব ও জিলবাব-এর মতোই তৃতীয় আরেকটি পোশাক। এটি কোরআনে উল্লেখিত আছে। সম্মিলিতভাবে এটি ধর্মীয় পর্দার পরিপূর্ণতা প্রদান করে।
advertisement
7/11
হিজাব হচ্ছে এমন একটা পোশাক যেটায় মুখমন্ডল আর হাতের পাতা অনাবৃত থাকবে, কিন্তু গলা থেকে বাকী অংশ আবৃত থাকবে।
advertisement
8/11
চলতি শতাব্দীতে ইরানের নারীরা মাথার ওপর অর্ধবৃত্ত আকারের কাপড় পরে যা অনেকটা শালের মতো। চাদরে শরীর দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখতে হয় না। এটি দিয়ে ঘাড় থেকে হাত পর্যন্ত ঢেকে রাখতে হয়।
advertisement
9/11
এটি সাঁতারের এমন একটি পোশাক যা মুখ, হাত ও পা ছাড়া পুরো শরীরকে ঢেকে রাখে। এই নামটি এসেছে বুরকা ও বিকিনির মিশেল ঘটিয়ে।
advertisement
10/11
মাথা, ঘাড় থেকে হাত পর্যন্ত ঢাকা রাখে এই স্কার্ফ।
advertisement
11/11
বোরখা যেমন হিজাব নয়, তেমন হিজাবও কিন্তু নিকাব নয়। ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে বোরখা পরা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। শুধু তাই নয়, মুখ ঢাকা কোনও পোশাক পরা যাবে না বলে রবিবার ডিক্রি জারি করেছেন সেদেশের প্রেসিডেন্ট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মুসলিম মহিলাদের শরীর ঢাকা পোশাক কী কী? বোরখা-হিজাব-নিকাবের পার্থক্য জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল