Weight Loss in PCOS: PCOS থাকলে রোগা হওয়া কঠিন? এই নিয়ম মানলেই মুশকিল আসান
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Weight Loss in PCOS: গত কয়েক বছর ধরেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের (পিসিওএস) প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ পিসিওএসের সমস্যা মোকাবিলার জন্য খাদ্য এবং ব্যায়াম সম্পর্কিত নানান পরামর্শ দিয়ে থাকেন।
advertisement
1/7

মহিলাদের হরমোনজনিত খুবই সাধারণ সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস)। প্রজননের বয়সে বহু মহিলাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
advertisement
2/7
গত কয়েক বছর ধরেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের (পিসিওএস) প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ পিসিওএসের সমস্যা মোকাবিলার জন্য খাদ্য এবং ব্যায়াম সম্পর্কিত নানান পরামর্শ দিয়ে থাকেন।
advertisement
3/7
ডায়েটিশিয়ান ট্যালেন হ্যাকাটোরিয়ান তাঁর নিজের ওজন কমানোর কথা ভাগ করছেন। তিনি কিছু টিপস দিয়েছেন যে পিসিওএস থাকলেও কী করলে ওজন কমানো সম্ভব-
advertisement
4/7
খালি পেটে কফি এড়িয়ে চলুন: সকালে অনেকেই খাওয়ার আগে এক কাপ কফি খায়। ডায়েটিশিয়ান হ্যাকাটোরিয়ান এই কাজটি করতে না করেছে। কারণ এটি PCOS-এর সঙ্গে যুক্ত অ্যাড্রিনাল হোরমনের ক্লান্তি বাড়িয়ে তুলতে পারে। ক্যাফিনের পরিবর্তে খাবার দিয়ে দিন শুরু করা উচিত।
advertisement
5/7
ব্রেকফাস্টে প্রোটিন খান: ব্রেকফাস্ট খুবই জরুরি শরীর সুস্থ রাখতে। সকালের খাবারে ৩০ গ্রাম প্রোটিন খাওয়া খুবই দরকার। তাছাড়া হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সকালে প্রোটিন খাওয়া খুব দরকার।ব্রেকফাস্টে প্রোটিন খান: ব্রেকফাস্ট খুবই জরুরি শরীর সুস্থ রাখতে। সকালের খাবারে ৩০ গ্রাম প্রোটিন খাওয়া খুবই দরকার। তাছাড়া হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সকালে প্রোটিন খাওয়া খুব দরকার।
advertisement
6/7
খাবার-পরবর্তী হাঁটা: প্রতিটি খাবারের পরে ১০ মিনিট হাঁটলে রক্তে শর্করার প্রতিরোধ ক্ষমতার উন্নতি হবে। এই সাধারণ অভ্যাসটি ওজন কমাতে সাহায্য করবে৷
advertisement
7/7
গ্লুটেন এবং দুগ্ধজাত খাবার বন্ধ: ডায়েটিশিয়ান হ্যাকাটোরিয়ান গ্লুটেন এবং দুগ্ধজাত খাবার না খাওয়ার পরামর্শ দেন। দুধ হল গুরুপাক খাবার। আর তাই এই খাবার খেলে হজমের নানা অসুবিধে লেগে থাকাটাই স্বাভাবিক। তাই না খাওয়াই ভাল।