TRENDING:

Weekend Trip: বাংলার বীরত্বের ইতিহাসের সাক্ষী, গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন 'এই' মন্দির নগরী

Last Updated:
Weekend Trip: বিষ্ণুপুরের স্থাপত্যের অন্যতম নিদর্শন হল জোড়বাংলা মন্দির। দুটো একচালা ঘর যোগ করে দিলে যেরকম হয়, জোড়বাংলা মন্দির সেইরকম। ১৬৫৫ সালে মল্লরাজ রঘুনাথ সিং মন্দির নির্মাণ করেন।
advertisement
1/6
বাংলার বীরত্বের ইতিহাসের সাক্ষী, গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন 'এই' মন্দির নগরী
*গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন মন্দির নগরী বিষ্ণুপুর। ভয়ঙ্কর সুন্দর একটি ছোট্ট শহর। ইতিহাস এবং সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন।
advertisement
2/6
*প্রথমেই রয়েছে গড় দরজা। পাশেই রয়েছে বীর হাম্বির উদ্যান। এই ঘর দরজায় ছিল মল্লভূমিতে প্রবেশ করার মুখ্য দরজা, বেষ্টিত ছিল জল দ্বারা।
advertisement
3/6
*বিষ্ণুপুরের স্থাপত্যের অন্যতম নিদর্শন হল জোড়বাংলা মন্দির। দুটো একচালা ঘর যোগ করে দিলে যেরকম হয়, জোড়বাংলা মন্দির সেইরকম। ১৬৫৫ সালে মল্লরাজ রঘুনাথ সিং মন্দির নির্মাণ করেন।
advertisement
4/6
*অনলাইনে টিকিট কাটলে ২০ টাকা, অফলাইনে কাটলে ২৫ টাকা। মোট তিনটি মন্দির ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা এই টিকিটের মাধ্যমে। তবে রাসমঞ্চ, জোর বাংলা এবং শ্যামরায় মন্দির ছাড়াও রয়েছে একটি দারুণ উদ্যান। এই উদ্যানের সম্পূর্ণ বিনামূল্যে সময় কাটাতে পারবেন।
advertisement
5/6
*জানেন এই কামান রুখে দিয়েছিল বর্গীদের। রুখে দিয়েছিল বলা ভুল হবে একপ্রকার মুছে দিয়েছিল বর্গীদের। বাংলার এই বিশাল কামান আজও বীরত্বের ইতিহাস বহন করে চলেছে। রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে।
advertisement
6/6
*সময়টা তখন অষ্টাদশ শতক। চলছে ঘোর যুদ্ধবিগ্রহ। বর্গীদের ভয়ে দরজা জানালা বন্ধ করে রাখতেন স্থানীয়রা। এমনই কথিত আছে যে বর্গীদের হামলায় হামলাকারী আক্রমণের সামনে বিষ্ণুপুরের সেনাবাহিনী পিছু হটতে শুরু করে। তৎকালীন মল্লরাজ গোপাল সিংহ, তার হার তখন শুধু সময়ের অপেক্ষা। ঈশ্বরের ওপর ভরসা রেখে তখন উপাসনা করছিলেন রাজা নিজেই। তারপরই দলমাদল কামান থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক গোলা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বাংলার বীরত্বের ইতিহাসের সাক্ষী, গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন 'এই' মন্দির নগরী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল