TRENDING:

Weekend Trip: কাপল ফ্রেন্ডলি জায়গা খুঁজছেন? চাইছেন পরিবার নিয়ে কলকাতার কাছেই কোথাও যেতে? রইল সপ্তাহান্তে বেড়ানোর ৬ সেরা ঠিকানা

Last Updated:
Weekend Trip: যারা দু-একদিনের ছুটিতে ব্যস্ততা কাটিয়ে কোলাহল থেকে দূরে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য আদর্শ জায়গা কলকাতার কাছে এই স্পটগুলি। 
advertisement
1/6
কাপল ফ্রেন্ডলি জায়গা খুঁজছেন? চাইছেন পরিবার নিয়ে কলকাতার কাছেই কোথাও যেতে? রইল ৬ ঠিকানা
*মলদ্বীপে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সময় আর খরচের চিন্তায় তা বাস্তবায়িত হয় না। তবে চিন্তার কিছু নেই। টাকি শহরের ইছামতী নদীর তীরে জলের উপর কটেজ তৈরি হয়েছে মলদ্বীপের আদলে। এখানকার নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা কিংবা জলে ভেসে থাকা কটেজে সময় কাটানো, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করে।
advertisement
2/6
*ইংরেজ স্থাপত্যের ছোঁয়া পেতে চাইলে যেতে পারেন বসিরহাটের ধান্যকুড়িয়া। রাজবাড়ির সুদৃশ্য গঠন, কারুকার্য খচিত দেয়াল আর ইন্দো-ইউরোপীয় স্থাপত্য মিশ্রণে তৈরি প্রাসাদ দেখে মনে হবে যেন একটুকরো বিলেত দাঁড়িয়ে আছে বাংলার মাটিতে। ইতিহাসপ্রেমীদের কাছে এটি এক অনন্য গন্তব্য।
advertisement
3/6
*যারা কোলাহল থেকে দূরে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য আদর্শ জায়গা আন্দুলপোতা। সবুজে ঘেরা, শান্তিপূর্ণ এই পরিবেশ শরীর ও মনের ক্লান্তি দূর করে। প্রিয়জনদের সঙ্গে একান্তে সময় কাটাতে বা নিজের সঙ্গে একান্তে থাকতে এই জায়গার জুড়ি নেই।
advertisement
4/6
*টাকির খুব কাছেই ইছামতীর তীরে গড়ে উঠেছে শুলকুনি দক্ষিণ হাওয়া রিসর্ট। চারপাশে শুধুই সবুজ, মাঝে একটি নির্জন উদ্যান, যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার নিখুঁত সুযোগ। পরিবারের সঙ্গে হোক বা একা, এই জায়গা মানসিক শান্তির দারুণ উপযোগী।
advertisement
5/6
*বসিরহাটের ঘোষবাড়ি উদ্যান এখন অনেকেরই প্রিয় বিকেলের গন্তব্য। এখানে তৈরি হয়েছে ঝিল, যেখানে বোটিং করার সুবিধা রয়েছে। বিকেলের পর এলাকাটি ছোটো মেলার রূপ নেয়। বাচ্চাদের খেলার জায়গা, স্টল, আর পাহাড়ি আদলের কটেজ—সব মিলিয়ে ছুটির দিনে এক জমজমাট পরিবেশ।
advertisement
6/6
*কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে টাকি শহরেই মিলবে শান্ত পরিবেশ ও নদীর ধারে হাঁটার আনন্দ। ইছামতির ধারে বসে সময় কাটানো, নৌকা ভ্রমণ কিংবা স্থানীয় খাবারের স্বাদ—সবকিছু মিলে উইকেন্ডের পারফেক্ট ব্রেক হতে পারে এটি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: কাপল ফ্রেন্ডলি জায়গা খুঁজছেন? চাইছেন পরিবার নিয়ে কলকাতার কাছেই কোথাও যেতে? রইল সপ্তাহান্তে বেড়ানোর ৬ সেরা ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল