Weekend Trip: নদী তীরে সুইমিং পুল! সঙ্গী, পরিবারের সঙ্গে সময় কাটুক একান্তে, কলকাতার একেবারে কাছেই 'এই' জায়গা, ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Weekend Trip: শান্ত ধীর গতির হলদি নদীকে দেখতে দেখতে চা ও স্ন্যাকসে কামড়ে সময় এখানে চুপিসারে পার হয়ে যায়। শান্তিনিকেতনের খোয়াইয়ের আদলে বাঁশ দিয়ে তৈরি করা আছে বসার জায়গা। মাথায় খড়ের ছাউনি, চারপাশে গাছপালা তাতে পাখির ডাক।
advertisement
1/8

*"খোলা আকাশ" নামের সঙ্গে সাযুজ্য রেখেই সেজে উঠেছে হলদি নদীর পাড়ে সুন্দর সাজানো গোছানো একটি রিসর্ট। হলদি নদীর তীরে নির্জন নিরিবিলি খোলা আকাশ। সপ্তাহের শেষে বা যে কোনও ছুটির দিনে সপরিবারে সময় কাটানোর উপযুক্ত জায়গা।
advertisement
2/8
*রোজকার দৌড়ঝাঁপে পরিবারের মানুষদের সঙ্গে ক্রমশ আলগা হচ্ছে সম্পর্কের গাঁটছড়া। আবার ছুটির দিনেও বাড়ির একই পরিবেশে লাগে একঘেয়েমি। মন চায় খোলামেলা পরিবেশ, মুক্ত বাতাস প্রাণ খুলে নেওয়া যায় শ্বাস। তাদের জন্য আদর্শ জায়গা খোলা আকাশ রিসর্ট।
advertisement
3/8
*শিল্পনগরী হলদিয়া। হলদিয়া বন্দর ঘিরে হলদি নদীর পাড়ে গড়ে উঠেছে একের পর এক শিল্প কারখানা। এই হলদিয়ার এক প্রান্তে হলদি নদীর ধারে মুক্ত বাতাসে নতুনভাবে সেজে উঠেছে খোলা আকাশ। নিজের নামের মতই সুন্দর। প্রতিদিনকার ব্যস্ত জীবন থেকে মনকে মুক্ত দিতে চাইলে আসুন খোলা আকাশ রিসর্টে। কর্মজীবনের চাপে পরিবারের মানুষের সঙ্গে আলগা হতে থাকা সম্পর্ক পুনরায় এক সুরে বেঁধে নিতে খোলা আকাশ আদর্শ জায়গায়।
advertisement
4/8
*শান্ত ধীর গতির হলদি নদীকে দেখতে দেখতে চা ও স্ন্যাকসে কামড়ে সময় এখানে চুপিসারে পার হয়ে যায়। শান্তিনিকেতনের খোয়াইয়ের আদলে বাঁশ দিয়ে তৈরি করা বসার জায়গা। মাথায় খড়ের ছাউনি। চারপাশে গাছপালা তাতে পাখির ডাক। আপনার মন গেয়ে উঠবে 'কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা'। আসলে প্রকৃতি বরাবরই সুন্দর। আর তাতে যদি মানুষের শিল্পের ছোঁয়া থাকে তা হয়ে ওঠে আরও রূপসী। খোলা আকাশ চত্বরে আছে সেই শিল্পের ছোঁয়া। বাংলার শিল্প-সংস্কৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরা হয়েছে পর্যটকদের জন্য।
advertisement
5/8
*খোলা আকাশ রিসর্টে সবকিছুর মধ্যেই আছে শৈল্পিক ছাপ। সে চারপাশে বিভিন্ন স্কাল্পচার হোক বা সুন্দর সাজানো-গোছানো ছিমছাম বেডরুম সবেতেই শিল্পের ছোঁয়া।
advertisement
6/8
*জীবন বয়ে যাবে, থেমে থাকার নয়। কিন্তু একঘেয়েমি জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুন্দরের প্রতি অভিসার। হারিয়ে যাচ্ছে ভাললাগার বিষয়গুলি। মন চাইছে মুক্তি পেতে। ভুলতে চাইছে দৈনন্দিনের কর্মব্যস্ত জীবন। মন চায় পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ। এই সবকিছু ফিরে পেতে চলে আসুন হবে হলদি নদীর পাড়ে খোলা আকাশে।'
advertisement
7/8
*খোলা আকাশ রিসর্টে পাওয়া যায় ফ্যামিলি রুম ও কর্পোরেট রুম। রুম ভাড়া ২৫০০-৪০০০ টাকা। চাইলে এক বেলা কাটিয়ে আসা যায়, সেক্ষেত্রে রুম চার্জ লাগে না। খোলা আকাশে খাওয়া-দাওয়ার আপ্যায়নে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বাঙালি ভোজন রসিকদের কথা মাথায় রেখে পাওয়া পাওয়া যায় বিভিন্ন বাঙালি খাওয়া-দাওয়া। এদের বিভিন্ন থালি খুব ভাল। সুস্বাদু রান্না সুন্দর কারুকার্য করা পোড়ামাটির থালা-বাটিতে খাবার-দাবার পরিবেশন মন ভরিয়ে দেবে। বর্ষাকালে এলে খোলা আকাশের ইলিশ উৎসবে যোগ দিতে পারেন।
advertisement
8/8
*খোলা আকাশ রিসর্টে আসার সবচেয়ে ভাল যোগাযোগব্যবস্থা সড়কপথে। ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে ব্রজলাল চক বাস স্টপেজ থেকে বালুঘাটা যাওয়ায় রাস্তায় তেরোপেখ্যা মোড় থেকে নদী পাড় বরাবর কয়েক মিনিট এগোলেই খোলা আকাশ রিসোর্ট। পূর্ব মেদিনীপুরে প্রবেশপথ মেছাদা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে খোলা আকাশ। এখানে আসার সবচেয়ে ভাল মাধ্যম ছোট গাড়ি বা মোটরবাইক। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ৬২৯৫৯৬৪৫৯৪ এই নম্বরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: নদী তীরে সুইমিং পুল! সঙ্গী, পরিবারের সঙ্গে সময় কাটুক একান্তে, কলকাতার একেবারে কাছেই 'এই' জায়গা, ঘুরে আসুন