Weekend Tourist Spot: মাত্র দেড় ঘণ্টার দূরত্ব, খুবই স্বল্প খরচ! গরমে কলকাতার কাছেই এই উইকেন্ডে স্পটে না গেলে বড় মিস
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Weekend Tourist Spot: উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমায় অবস্থিত মিনাখার নিমিচি বাগান বাড়ি একেবারে গ্রামবাংলার আবহ নিয়ে হাজির। এখানে আসলে শহরের কোলাহল ভুলে মন হারিয়ে যাবে সবুজে ঘেরা প্রকৃতির কোলে।
advertisement
1/6

এই ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি কাটাতে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো প্রয়োজন। কলকাতার একেবারে কাছে এমন একটি মনোরম ও শান্ত পরিবেশের খোঁজ মিলবে মিনাখার নিমিচি বাগান বাড়িতে। মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত এই জায়গাটি একদিনের ছোট ট্রিপের জন্য আদর্শ।
advertisement
2/6
উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমায় অবস্থিত মিনাখার নিমিচি বাগান বাড়ি একেবারে গ্রামবাংলার আবহ নিয়ে হাজির। এখানে আসলে শহরের কোলাহল ভুলে মন হারিয়ে যাবে সবুজে ঘেরা প্রকৃতির কোলে।
advertisement
3/6
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশবিদ্যাধরীর কাছাকাছি অবস্থিত এই স্পটে চারদিকে জলরাশি, গাছপালা ও পাখির কিচিরমিচিরে মন ভরে উঠবে। প্রকৃতির এই নির্জনতা ও শান্ত পরিবেশ আপনাকে এনে দেবে মানসিক প্রশান্তি।
advertisement
4/6
শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা, শুধু বড়দেরই নয়, শিশুদের মনোরঞ্জনের জন্যও রয়েছে দোলনা, স্লাইডসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। ফলে পরিবারসহ এখানে সময় কাটানো যাবে দারুণভাবে।
advertisement
5/6
কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ বাজার হয়ে টাকি রোড দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই বাগান বাড়িতে। মিনাখা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্পটে যেতে বাইক, নিজস্ব গাড়ি কিংবা বাস উভয়ই উপযুক্ত।
advertisement
6/6
এই স্পটের মাঝেই আছে বড়ো জলাশয় যেখানে মাছ দেখার সুযোগ। স্পটটির চারপাশে রয়েছে বড় দিঘী, যেখানে রং-বেরঙের মাছের সমারোহ দেখা যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Tourist Spot: মাত্র দেড় ঘণ্টার দূরত্ব, খুবই স্বল্প খরচ! গরমে কলকাতার কাছেই এই উইকেন্ডে স্পটে না গেলে বড় মিস