Wedding Dates: নভেম্বর-ডিসেম্বরের এই ১২ দিনে বসবে লক্ষ লক্ষ বিয়ের আসর, পঞ্জিকা মতে কোন কোন দিন শুভ? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Wedding Dates: ক্যালেন্ডার অনুসারে ফের শুভকাজ শুরু হতে চলেছে। আগামী ২৩ নভেম্বর ২০২৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত একাধিক বিয়ের দিন রয়েছে।
advertisement
1/10

*বিয়ের মরশুম শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। জুন মাস থেকে বিয়ের অনুষ্ঠান স্বাভাবিক নিয়মানুসারে বন্ধ ছিল। ক্যালেন্ডার অনুসারে ফের শুভকাজ শুরু হতে চলেছে। আগামী ২৩ নভেম্বর ২০২৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত একাধিক বিয়ের দিন রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*এই একমাসের মধ্যে বিয়ের জন্য ১২টি দিন শুভ রয়েছে পঞ্জিকা অনুসারে। তবে এই ১২ দিনের মধ্যে না হলে ২০২৪ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখের পর ফের বিয়ের অনুষ্ঠান হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশ-সহ গোটা দেশে নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই বিয়ের অনুষ্ঠান হবে। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*যারা গ্রীষ্মের বিয়ে করতে চান না, তাঁরা নভেম্বর-ডিসেম্বর মাসে বিয়ের শুভ দিনগুলির জন্য অপেক্ষা করেন। পণ্ডিত গোপাল ঠাকুর জানিয়েছেন, 'নভেম্বর মাসে বিয়ের পাঁচটি দিন শুভ। ক্যালেন্ডার অনুসারে, ২৩ নভেম্বর, ২৪ নভেম্বর, ২৭ নভেম্বর, ২৮ নভেম্বর এবং ২৯ নভেম্বর বিবাহের জন্য শুভ দিন। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*ডিসেম্বর মাসের ৭ দিন বিবাহের জন্য শুভ। ৫ ডিসেম্বর, ৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর, ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, ১১ ডিসেম্বর এবং ১৫ ডিসেম্বর বিয়ের জন্য শুভদিন। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*শুভদিন প্রায় চলেই এসেছে। তাই বেশিরভাগ পরিবারই ইতিমধ্যে মণ্ডপ, বিয়ে বাড়ি, ক্যাটারার থেকে শুরু করে হোটেল এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় সবই বুক করে ফেলেছেন। আর যারা এখনও করেননি, তাঁদেরও সু-একদিনের সব কাজ শেষ হয়ে যাবে। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*উৎসবের মরশুমে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে পরিবারে। বিয়ের শুভ সময়কে সামনে রেখে চলছে গহনা ও শাড়ি-জামা, কাপড়ের কেনাকাটা। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*জ্যোতিষশাস্ত্র মতে, একটি সফল বিবাহিত জীবনের জন্য বিয়ের শুভ তারিখ এবং সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে বিয়ের অনেক শুভ মুহূর্ত রয়েছে, তাই সেই দিনগুলিতে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে। অনেকে আবার মন্দিরে গিয়ে বিয়ে করবেন। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*জ্যোতিষী আচার্য কমলনাথ জানিয়েছেন, বর ও কনের সুবিধা এবং ছেলে ও মেয়ের রাশিফলের সাথে মিল রেখে বিয়ের তারিখ নির্ধারণ করা ভাল। উভয় পক্ষের জন্য একটি শুভ দিন নিশ্চিত করলে বর এবং কনের বৈবাহিক জীবনে কোনও সমস্যা হয় না। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*জ্যোতিষ মতে, এ বছর জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিয়ের কোনও শুভ সময় ছিল না। কারণ এই সময়ে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় চলে গিয়েছিলেন। তাই সেই সময়কালে যে কোনও শুভ কাজ বন্ধ ছিল। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wedding Dates: নভেম্বর-ডিসেম্বরের এই ১২ দিনে বসবে লক্ষ লক্ষ বিয়ের আসর, পঞ্জিকা মতে কোন কোন দিন শুভ? জানুন