Watermelon Buying Tips: বাজারে কীভাবে বুঝবেন তরমুজ রসাল, টকটকে লাল ও মিষ্টি কী না? রইল টিপস
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বাহ্যিকভাবে চকচকে দেখায় এমন তরমুজ না কিনে কিছুটা ফ্যাকাশে বর্ণের তরমুজ বেছে নিন। চকচকে তরমুজ সাধারণত অপরিপক্কতা নির্দেশ করে।
advertisement
1/6

গ্রীষ্মের মরশুম শুরু হয়েছে। এসময় বাজারে রসাল ফল তরমুজের কদর বেশিই থাকে। যদিও দামে বেশ চড়া, তবুও রোজার সময় তরমুজের চাহিদা রয়েছে ভালই।
advertisement
2/6
বাজারে গিয়ে ঠিকমত তরমুজ কিনতে গিয়ে রীতিমতো অগ্নিপরীক্ষায় পড়তে হয়। টকটকে লাল ও মিষ্টি তরমুজ কীভাবে চিনবেন? বেশ কিছু উপায় জেনে নিন।
advertisement
3/6
বাহ্যিকভাবে চকচকে দেখায় এমন তরমুজ না কিনে কিছুটা ফ্যাকাশে বর্ণের তরমুজ বেছে নিন। চকচকে তরমুজ সাধারণত অপরিপক্কতা নির্দেশ করে।
advertisement
4/6
দেখতে হবে তরমুজের গায়ে হলদে ছোপ আছে কী না। অভিজ্ঞরা বলছেন, এই দাগ থাকলে তরমুজ তুলনামূলকভাবে মিষ্টি হয়।
advertisement
5/6
তরমুজের গায়ে হালকা টোকা দিয়ে দেখার চেষ্টা করুন। যেটার শব্দ তুলনামূলকভাবে গভীর হবে কিন্তু ফাঁপা নয়। এমন তরমুজ খেতে মিষ্টি এবং রসাল হয়।
advertisement
6/6
সাধারণত মাঝারি মাপের লম্বাকৃতি তরমুজগুলো লাল হয় এবং বেশি মিষ্টি হয়। তুলনায় নিরেট গোল দেখতে তরমুজগুলোর স্বাদ পানসে হয় এবং রং খুব একটা লালও হয় না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Watermelon Buying Tips: বাজারে কীভাবে বুঝবেন তরমুজ রসাল, টকটকে লাল ও মিষ্টি কী না? রইল টিপস