Perfume Made of Sweat: মহিলার শরীরের ঘাম দিয়েই তৈরি হয়েছে পারফিউম! গন্ধে বাড়ছে আকর্ষণ, পাগল হয়ে যাচ্ছেন পুরুষেরা
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
ভেনেসের এই বিশেষ পারফিউম এক সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়৷ জানা গিয়েছে,'Fresh Goddess perfume'-এর একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় ১১ হাজার টাকা৷
advertisement
1/8

ব্রাজিল: টম টাইকোয়ারের বিখ্যাত সিনেমা৷ পারফিউম- দ্য স্টোরি অফ আ মার্ডারার৷ সেখানে সিনেমার মূল চরিত্র ছিল পারফিউম প্রস্তুতকারক একটি ছেলে৷ যে কোনও সুগন্ধি দ্রব্য তৈরি করতে সে অদ্ভুত মায়াবী ক্ষমতার অধিকারী ছিল৷ কিন্তু, তাঁর লক্ষ্য ছিল, তাঁর প্রিয় মহিলার শরীরের গন্ধের মতোই সুগন্ধি তৈরি করা৷
advertisement
2/8
বাস্তবেও ব্রাজিলে কিছুটা তেমনই ঘটনা ঘটেছে বলা যায়৷ একটি ব্রাজিলিয়ান মডেল এমন একটি নতুন পারফিউম ব্র্যান্ড লঞ্চ করেছেন যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র৷ হুহু করে বেড়ে গিয়েছে পারফিউমের চাহিদা৷ কিন্তু, কী এমন আছে ওই পারফিউমে, যা লোককে পাগল করে দিচ্ছে?
advertisement
3/8
প্রসঙ্গত, প্রতিটি মানুষের শরীরেরই একটা নিজস্ব গন্ধ থাকে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমরা অজান্তেই সেই পুরুষ বা মহিলার দিকে আকৃষ্ট হই, যাদের ঘামের গন্ধ বা শরীরের গন্ধ আমাদের আকর্ষণ করে করে৷ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ৷
advertisement
4/8
দাবি করা হচ্ছে, ব্রাজিলীয় মডেলের এই পারফিউম গায়ে লাগালে কোনও মহিলা শুধু গন্ধের কারণেই পুরুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছেন। এর পিছনের মূল কারণ হিসাবে জানানো হচ্ছে, ঘাম৷ জানা গিয়েছে, ওই পারফিউমের অন্যতম উপাদান হল ওই ব্রাজিলীয় মডেলের শরীরের ঘাম৷
advertisement
5/8
হ্য়াঁ, ঠিকই পড়েছেন, ওই ব্রাজেলীয় মডেলের শরীরের ঘাম দিয়েই তৈরি হয়েছে ওই সুগন্ধি৷ অন্তত, তেমনটাই দাবি করছে Audity Center news website৷ মডেলের নাম ভেনেসা মৌরা৷ বয়স ২৯ বছর৷ কিন্তু, ঘাম দিয়ে সুগন্ধি? এমনটাও হয় নাকি?
advertisement
6/8
সাও পাওলোর বাসিন্দা ভেনেসার দাবি, তাঁর পুরুষ সঙ্গীরা সবসময়েই তাঁকে বলেছেন, তাঁর শরীরের স্বাভাবিক গন্ধ ভীষণই আকর্ষণীয়৷ তা পুরুষদের আকর্ষণ করে৷ পাগল করে দেয়৷ ভেনেসা বিষয়টিকে হাল্কা ভাবে নেননি৷ তিনি রসায়নবিদের মাধ্যমে তাঁর শরীরের ঘামের রাসায়নিক বিশ্লেষণ করিয়ে, তা দিয়ে তৈরি করে ফেলেন নিজস্ব পারফিউম ব্র্যান্ড৷ (ছবি প্রতীকী)
advertisement
7/8
ভেনেসার পারফিউমের নাম 'Fresh Goddess perfume'৷ ওই মডেল জানাচ্ছেন, এই পারফিউমের একটি বোতলে তাঁর শরীরের ৮ মিলিলিটার ঘাম রয়েছে৷ সঙ্গে রয়েছে আরও বহু প্রসাধনী দ্রব্য৷ কিন্তু, জানেন কি, এই এক বোতল পারফিউমের দাম কত?
advertisement
8/8
ভেনেসার এই বিশেষ পারফিউম এক সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়৷ জানা গিয়েছে,'Fresh Goddess perfume'-এর একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় ১১ হাজার টাকা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Perfume Made of Sweat: মহিলার শরীরের ঘাম দিয়েই তৈরি হয়েছে পারফিউম! গন্ধে বাড়ছে আকর্ষণ, পাগল হয়ে যাচ্ছেন পুরুষেরা