TRENDING:

ভারতের জাতীয় 'সবজি' কী বলুন তো...? নাম শুনলেই চমকাবেন, ১০০% গ্যারান্টি!

Last Updated:
Vegetable: আমরা আমাদের দেশের জাতীয় পতাকা, জাতীয় গাছ, জাতীয় ফুল, পশু-পাখি, ফল-মূল সম্পর্কে জানি অথচ কেউ যদি জাতীয় সবজির কথা জিজ্ঞেস করে তাহলে কিন্তু অনেককেই আমাদের মাথা চুলকাতে হবে।
advertisement
1/11
ভারতের জাতীয় 'সবজি' কী বলুন তো...? নাম শুনলেই চমকাবেন, ১০০% গ্যারান্টি!
সাধারণ জ্ঞান হল যে কোনও ক্ষেত্রেই সাফল্যের চাবি কাঠি। প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা সরকারি-বেসরকারি যেকোনও চাকরি ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এমনকি মেধাবী ছাত্র-ছাত্রীরাও যথোপযুক্ত সাধারণ জ্ঞান বা জিকের অভাবে অনেক সময় পরীক্ষায় ভাল ফল করতে পারেন না।
advertisement
2/11
তাই সকলেরই উচিত পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের প্রশ্নগুলিও জেনে রাখার চর্চা চালিয়ে যাওয়া। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যার উত্তর আদতে খুবই সরল কিন্তু অনেকেরই অজানা।
advertisement
3/11
সাধারণ জ্ঞান হল সেই 'নলেজ' যা আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। এরই অলিন্দে এমন সব জ্ঞান থাকে যা আমাদের অনেক সময়ই চোখ খুলে দেয়। দৈনন্দিন নানা বিষয়ে ব্যবহারিক জীবনের ছোট বড় খুঁটিনাটির খবর লুকিয়ে থাকে জিকের মধ্যে যা আমাদের চোখ খুলে দেয়।
advertisement
4/11
যেমন দেখবেন আমরা আমাদের দেশের জাতীয় পতাকা, জাতীয় গাছ, জাতীয় ফুল, পশু-পাখি, ফল-মূল সম্পর্কে জানি অথচ কেউ যদি জাতীয় সবজির কথা জিজ্ঞেস করে তাহলে কিন্তু অনেককেই আমাদের মাথা চুলকাতে হবে।
advertisement
5/11
প্রশ্ন: জল সারাদিন খেলেও আমাদের মাঝে মাঝেই কেন তৃষ্ণা পায়?উত্তর: আসলে জানলে অবাক হবে যে যখন আমাদের শরীর থেকে ১ শতাংশ জল কমে যায় তখনই আমাদের তৃষ্ণা পায়। জল পান করলে ওজন যেমন কমে, তেমনই জল আমাদের আরও অনেক রোগ থেকে দূরে রাখে।
advertisement
6/11
প্রশ্ন: বলুন তো ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়?উত্তর: প্রতিদিন সকালে সূর্যোদয় আমরা প্রায়ই দেখি আর পৃথিবীর সর্বত্র যে এক সঙ্গে সূর্য ওঠে তা কিন্তু নয়। এলাকাভিত্তিক সূর্যোদয় হবার এই তারতম্যের কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। পৃথিবীর আহ্নিক গতির কথা আমরা সকলেই জানি। কিন্তু ভারতের একটি বিশেষ রাজ্য রয়েছে যেখানে দেশের মধ্যে সবার আগে সূর্যোদয় হয়। এই রাজ্য হল অরুণাচল প্রদেশ।
advertisement
7/11
প্রশ্ন: ভারতের কোন নদীকে ‘অদৃশ্য নদী’ বলা হয়?উত্তর: সরস্বতী নদীকে ভারতের অদৃশ্য নদী বলা হয়। প্রায় সবাই এই নদীর নাম শুনেছেন, কিন্তু কেউ কখনও বয়ে যেতে দেখেনি। তবে অতীতে এই নদীর অস্তিত্ব ছিল বলে, বিভিন্ন পুরানে উল্লেখ রয়েছে।
advertisement
8/11
প্রশ্ন: ভারতের কোন গ্রামে জুতো পরা নিষেধ?উত্তর: অন্ধ্রপ্রদেশের ভেনামা ইনডুলু আর তামিলনাড়ুর আন্দামান গ্রামে জুতো পরা নিষেধ। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দূরে (চেন্নাই থেকে গাড়িতে সাড়ে সাত ঘণ্টার দূরত্বে), আন্দামান নামের এই গ্রামে কেউই জুতা পায়ে দেন না! আন্দামান গ্রামে মাত্র ১৩০টি পরিবারের বাস। গ্রামের বাসিন্দাদের বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
advertisement
9/11
প্রশ্ন: ভারতের জাতীয় সবজি কী?উত্তর: সবজির মধ্যে আলু-পেঁয়াজ-কাঁচালঙ্কা সবারই প্রতিদিনের ডায়েটে থাকেই। কিন্তু পাতে যদি পরে অন্য একটি সবজি কুমড়ো? নিশ্চই খুব একটা খুশি হন না আপনিও! কিন্তু জানলে অবাক হবেন এই কুমড়ো হল আমাদের দেশের জাতীয় সবজি। এটিকে আয়ুর্বেদে একটি ঔষধি ফলের মর্যাদা দেওয়া হয়েছে। এটি কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিস ও হার্ট সংক্রান্ত রোগেও উপকারী।
advertisement
10/11
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে হিংস্র মাছ কোনটি?উত্তর: পিরানহা হল বিশ্বের সবচেয়ে হিংস্র মাছ। দক্ষিণ আমেরিকার কয়েকটি মিষ্টি জলের হ্রদ ও নদীতে দেখতে পাওয়া যায় এই মাছ। এই মাছ দক্ষিণ আমেরিকার নদী, প্লাবনভূমি , হ্রদ এবং জলাশয়ে বাস করে।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভারতের জাতীয় 'সবজি' কী বলুন তো...? নাম শুনলেই চমকাবেন, ১০০% গ্যারান্টি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল