Garden Vastu Tips: বাড়ির বাগানে বিশেষ কোণে রাখুন ফল ও ফুলের গাছ, সংসারে হু হু করে আসবে টাকা, নইলে ঘোর অনর্থ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Garden Vastu Tips: জানেন কি বাগানের ক্ষেত্রে বাস্তু টিপস মানলে সংসারের পক্ষে খুবই শুভ। না মানলে অনর্থ।
advertisement
1/10

গাছ ভালবেসে বা সৌন্দর্যের জন্য অনেকেই বাড়িতে কমবেশি বাগান করেন। গাছের পরিচর্যা করেন। কিন্তু জানেন কি বাগানের ক্ষেত্রে বাস্তু টিপস মানলে সংসারের পক্ষে খুবই শুভ। না মানলে অনর্থ।
advertisement
2/10
বাগান তৈরির সময় কী কী বাস্তু টিপস মানবেন, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ ও বাস্তুবিদ প্রশান্ত মিশ্র।
advertisement
3/10
বাড়ির পূর্ব বা উত্তর কোণে তৈরি করুন বাগান। তুলসিগাছ সব সময় উত্তর, পূর্ব বা পশ্চিম কোণে রাখুন। সংসারের জন্য শুভ।
advertisement
4/10
বাগানে ফোয়ারা রাখলে উত্তর, উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকে রাখুন। এর ফলে অর্থপ্রাপ্তি হবে হু হু করে।
advertisement
5/10
বাগানের উত্তর দিকে বড় গাছ লাগাবেন না। সেদিকে ছোট ছোট গাছগাছালি রাখুন। সব সময় বড় গাছ বা বৃক্ষ থাকবে দক্ষিণ ও পশ্চিম দিকে।
advertisement
6/10
ভারী পাথর, রক গার্ডেন, মূর্তি রাখুন বাগানের দক্ষিণ, পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে। ফলের গাছ রোপণ করুন পূর্ব দিকে।
advertisement
7/10
বাগানের উত্তর বা পূর্ব দিকে রাখুন দোলনা। গৃহপালিত পশুদের থাকার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, পাখিদের বাসা র জন্য আদর্শ দিক হল উত্তর পশ্চিম।
advertisement
8/10
গোলাপ, গাঁদা, জুঁইয়ের মতো সুগন্ধি ফুলের গাছ রাখুন দক্ষিণ পশ্চিম কোণে। ক্যাকটাস, কুল, বাঁশ, বনসাইয়ের মতো গাছ বাগানে না রাখাই ভাল।
advertisement
9/10
বাগানে তুলসিগাছের যত্ন নিন। কোনওভাবেই যেন শুকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
advertisement
10/10
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাগানে পাখিদের জন্য জলের পাত্র রেখে দেওয়া শুভ বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Garden Vastu Tips: বাড়ির বাগানে বিশেষ কোণে রাখুন ফল ও ফুলের গাছ, সংসারে হু হু করে আসবে টাকা, নইলে ঘোর অনর্থ!