TRENDING:

Vastu tips for Dining Table: ডাইনিং টেবিলে রাখুন এই বিশেষ জিনিস, সংসারে উপচে পড়বে অর্থসুখ, জানুন বাস্তুটিপস

Last Updated:
Vastu tips for Dining Table: ডাইনিং টেবিল ও ডাইনিং রুম সাজান বাস্তুশাস্ত্র মতে। তাহলে সংসারে সুখ শান্তি ও অর্থসুখ বিরাজ করবে।
advertisement
1/10
ডাইনিং টেবিলে রাখুন এই বিশেষ জিনিস, সংসারে উপচে পড়বে অর্থসুখ, জানুন বাস্তু টিপস
পরিবারের সদস্যদের সুস্থতার জন্য বাড়ির রান্নাঘর এবং ডাইনিং টেবিল তথা ডাইনিং রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ। এখানেই শেষ নয়। ডাইনিং টেবিল ও ডাইনিং রুম সাজান বাস্তুশাস্ত্র মতে। তাহলে সংসারে সুখ শান্তি ও অর্থসুখ বিরাজ করবে।
advertisement
2/10
রান্নাঘর তৈরির সেরা কোণ হল পশ্চিম দিক। রান্নাঘরের কাছাকাছি রাখুন ডাইনিং টেবিল। দক্ষিণ, পূর্ব দিকেও রান্নাঘর করতে পারেন। তবে উত্তর দিকে রান্নাঘর তৈরি করবেন না।
advertisement
3/10
খাওয়ার ঘরে আলোবাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে আসে, সেদিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্যসম্মত এবং একইসঙ্গে বাস্তুশাস্ত্র মতে শুভ।
advertisement
4/10
ডাইনিং টেবিলে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। উজ্জ্বল রঙের টেবলক্লথ পাতুন। তার উপর ফুলদানিতে সাজিয়ে রাখুন ফুলের তোড়া। ডাইনিং রুমের দেওয়ালে টাঙাতে পারেন ফল, সবজির ছবি। নিসর্গ পছন্দ হলে রাখতে পারেন সেই ছবিও।
advertisement
5/10
চৌকো বা আয়তাকার ডাইনিং টেবিল বাস্তুশাস্ত্র মতে শুভ। গোলাকার ডাইনিং টেবিল বাড়িতে না রাখাই ভাল।
advertisement
6/10
উজ্জ্বল কমলা রং আশা, আনন্দ ও সুসম্পর্কের প্রতীক। তাই ডাইনিং রুমের দেওয়ালের রং রাখুন কমলা। টেবিলের অ্যাকসেসরিজ করতে পারন সবুজ বা গোলাপি রঙের।
advertisement
7/10
ডাইনিং টেবিলে রাখুন ফুলের তোড়া। দূর হবে অশুভ শক্তি। রাখতে পারেন ৮ কাণ্ড বিশিষ্ট ইন্ডোর বাঁশগাছও। অশুভ শক্তি দূর হয়ে প্রবাহিত হবে শুভ শক্তি।
advertisement
8/10
ডাইনিং টেবিল করুন কাঠ বা কাচের। সংসারে স্থিতি বজায় থাকে। ধাতব টেবিলে বসে খাবেন না। ডাইনিং টেবিলের পাশে রাখুন আয়না। যাতে টেবিলের ছবি সেখানে প্রতিফলিত হয়। সংসারে উপচে পড়বে অর্থসুখ।
advertisement
9/10
ডাইনিং টেবিলের কাছে ওয়াশিং মেশিন কখনওই রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, টেবিলের কাছে ওয়াশিং মেশিন থাকলে সেটি সংসারের জন্য আদৌ শুভ নয়।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips for Dining Table: ডাইনিং টেবিলে রাখুন এই বিশেষ জিনিস, সংসারে উপচে পড়বে অর্থসুখ, জানুন বাস্তুটিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল