Valentine's Day: মনের মানুষকে চুম্বনের সময় ভুলেও এক কাজগুলি করে বসবেন না যেন, তাহলেই সব মাটি
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Valentine's Day: চুম্বনকে আবেগী করে তোলার জন্য মনে রাখতে হবে কিছু বিশেষ দিকও
advertisement
1/7

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড তৈরি করার সব প্রেমের সম্পর্কেই বিশেষ দিক। কিন্তু চুম্বন করব বললেই তো আর গভীর আশ্লেষে সেই চুম্বন করা যায় না। চুম্বনকে আবেগী করে তোলার জন্য মনে রাখতে হবে কিছু বিশেষ দিকও।
advertisement
2/7
চুম্বন কিন্তু শারীরিক যতটা, তার থেকে অনেক বেশি মানসিক। তাই দু’জনের সমর্থন থাকলে তখনই চুম্বন হয়ে উঠবে প্রেমময়।
advertisement
3/7
সাধারণত বেশির ভাগ সময় মেয়েরা চুম্বনের আগে ও পরে খিলখিলিয়ে হেসে ওঠেন। তাতে কিন্তু ছন্দোপতন হতে পারে। কেটে যেতে পারে সুর। তাই পরিস্থিতির মাধুর্য ধরে রাখতে চুম্বনের আগে ও পরে হেসে ফেলবেন না। কারণ এর ফলে আপনার পার্টনারের রসভঙ্গ হতে পারে। তিনি আগ্রহ হারাতে পারেন।
advertisement
4/7
চুম্বনের সময় মাঝে মাঝে হাল্কা কথা বলুন। টুকরো টুকরো প্রেমের কথা বলুন। তাতে আরও জমে উঠবে আপনাদের প্রেম ও চুম্বন।
advertisement
5/7
চুম্বনের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যের দিকও। চুম্বনের ঠিক আগেই পেঁয়াজ, রসুন খাবেন না। তার ফলে মুখের গন্ধে বিব্রত হতে পারে পার্টনার। প্রেমের এই বিশেষ মুহূর্তে ঘৃণার জন্য আপনার পার্টনার চুম্বনে বিরত হলে সব মাটি।
advertisement
6/7
চুম্বনের সময় আমরা কোনওসময়েই চোখ খুলে রাখতে পারি না। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মানসিক দিকটিও। মানসিক নির্ভরশীলতা আছে বলেই চুম্বনের সময় পরম নির্ভরতায় চোখ বুজে আসে। কিন্তু চুম্বনের আগে অবশ্যই পার্টনারের চোখে চোখ রেখে ভালবাসার কথা বলুন।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine's Day: মনের মানুষকে চুম্বনের সময় ভুলেও এক কাজগুলি করে বসবেন না যেন, তাহলেই সব মাটি