Valentine's Day Special Rose: লাল গোলাপ নয়, সঙ্গীকে দিন 'ডাবপাতা গোলাপ', চমকে যাচ্ছেন? সস্তা, কিন্তু এই উপহারই বেশি আদরের
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Valentine's Day Special Rose: লাল গোলাপ না, সবুজ গোলাপে জমুক প্রেম, প্রিয়জনকে বানিয়ে দিন এই উপহার। প্রেমদিবসে গোলাপ বিক্রি হয় চড়া দামে। পাশাপাশি বেশ কিছু সময় মেলে না গোলাপ। তাই এই গোলাপ আপনার বিকল্প ও বেশ সৃজনশীল।
advertisement
1/6

চলছে প্রেমের মরশুম। প্রেম মানে লাল গোলাপ, সঙ্গে ভালবাসার ছোঁয়া, এতেই জমে প্রেম। তবে গোলাপের দামে যদি কাঁটা লাগে হাতে, তবে ঘরে বানিয়ে ফেলুন গোলাপ।
advertisement
2/6
প্রিয়জনকে নিজের হাতে বানিয়ে উপহার দিন গোলাপ। লাল নয়, তবে এর সতেজতা থাকে অনেক দিন।
advertisement
3/6
সবুজ, হালকা হলুদ রং এর গোলাপ বানান ডাব গাছের পাতা দিয়ে। একদিকে যেমন দেখতে অসাধারণ, তেমনই প্রিয় মানুষেরও খুব পছন্দের হবে এটি।
advertisement
4/6
ডাব গাছের কচি পাতাকে কেটে এনে তাকে বিশেষভাবে মুড়ে বানিয়ে ফেলা যায় এই গোলাপ। একটি নয় একাধিক গোলাপ বানিয়ে উপহার দিয়ে চমকে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষকে।
advertisement
5/6
প্রেমের দিনগুলোতে প্রতিটি গোলাপ বিক্রি হয় চড়া দামে। পাশাপাশি বেশ কিছু সময় মেলে না গোলাপ। তাই এই গোলাপ আপনার বিকল্প ও বেশ সৃজনশীল।
advertisement
6/6
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের বাসিন্দা দীপশিখা দে বলেন, ছোটবেলা থেকে শেখা, তারপর ডাব গাছের নরম পাতা দিয়ে এটা বানানো। তবে খুব সুন্দর দেখতে হয়। হলুদ ও হালকা সবুজ রঙের হওয়ায় খুব মিষ্টি লাগে দেখতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine's Day Special Rose: লাল গোলাপ নয়, সঙ্গীকে দিন 'ডাবপাতা গোলাপ', চমকে যাচ্ছেন? সস্তা, কিন্তু এই উপহারই বেশি আদরের