TRENDING:

Valentines day 2023: পছন্দের মানুষকে খুশি করার এটাই বড় সুযোগ! রোজ ডে'তে বিপুল চাহিদা গোলাপের

Last Updated:
গোলাপ দিয়ে শুরু ভালবাসার সপ্তাহ! রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিক প্রেমিকাদের কাছে এই সাতটা দিনের গুরুত্ব সত্যিই অসীম গুরুত্বপূর্ণ
advertisement
1/11
পছন্দের মানুষকে খুশি করার এটাই বড় সুযোগ! রোজ ডে'তে বিপুল চাহিদা গোলাপের
গোলাপ দিয়ে শুরু ভালবাসার সপ্তাহ! রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে। কাপলদের কাছে এই সাতটা দিনের গুরুত্ব সত্যিই অসীম।
advertisement
2/11
শুধু এই সাতটা দিন নয়, সারা বছর যেকোনও উপলক্ষ বা কোনও উপলক্ষ ছাড়া প্রিয় মানুষকে গোলাপ দিয়ে খুশি করার রীতি দীর্ঘদিনের।
advertisement
3/11
রোজ ডে তে তাই ভালবাসার মানুষের হাতে তুলে দিন পছন্দসই গোলাপ৷ সে সময়ে কি যে আনন্দ, তার মর্ম একমাত্র বোঝেন ভালবাসার মানুষই।
advertisement
4/11
ফুলের রানী গোলাপ, কমবেশি সারা বছর রংবেরঙের গোলাপের চাহিদা থাকে সর্বত্র। তবে সেই চাহিদা কয়েকগুণ বেড়ে যায় ফেব্রুয়ারির শুরুতেই।
advertisement
5/11
ভালোবাসার বর্ণময় সাতটা দিনের শুরুতেই গোলাপ দেওয়ার দিন। তাই সবার আগে মন পড়ে থাকে গোলাপের দিকেই।সর্বত্র চাহিদার সঙ্গে এই বিশেষ দিনে বিক্রি হয় গোলাপ।
advertisement
6/11
সারা বছর গোলাপ পাওয়া গেলেও এই সময়ের গোলাপের কদরটাই আলাদা। নানা রঙের গোলাপ থেকে সুগন্ধি গোলাপ, গোলাপে মজে থাকে মন৷
advertisement
7/11
গোলাপ রয়েছে ইতিহাস বইয়ের পাতাতেও। মুঘল বেগম নুরজাহান পছন্দ করতেন লাল গোলাপ। নুরজাহানের মন খুশি করার জন্য। তার স্বামী প্রতিদিন পছন্দের গোলাপ পাঠাতেন প্রাসাদে।
advertisement
8/11
এই রোজ ডে'তে লাল গোলাপের পাশাপাশি রংবেরঙের গোলাপের চাহিদাও থাকে। চাহিদা অনুযায়ী দামও থাকে বেশ আকাশ ছোঁয়া।
advertisement
9/11
দাম যাই হোক না কেন এই বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য একটি গোলাপ যে নিতেই হবে।
advertisement
10/11
সাধারণত যে গোলাপ ১০ টাকা থেকে ২০ টাকা দাম থাকে সারা বছর। সেই গোলাপের দাম বেড়ে যায় কয়েক গুণ। কখনও দেখা যায় একশত পার করে দুশোয় ছুঁই ছুঁই।
advertisement
11/11
৭ ই ফেব্রুয়ারি রোজ ডে, তার আগে থেকেই আকর্ষণীয় নানা গোলাপ দেখা গিয়েছে বাজারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines day 2023: পছন্দের মানুষকে খুশি করার এটাই বড় সুযোগ! রোজ ডে'তে বিপুল চাহিদা গোলাপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল