Valentines day 2023: পছন্দের মানুষকে খুশি করার এটাই বড় সুযোগ! রোজ ডে'তে বিপুল চাহিদা গোলাপের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
গোলাপ দিয়ে শুরু ভালবাসার সপ্তাহ! রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিক প্রেমিকাদের কাছে এই সাতটা দিনের গুরুত্ব সত্যিই অসীম গুরুত্বপূর্ণ
advertisement
1/11

গোলাপ দিয়ে শুরু ভালবাসার সপ্তাহ! রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে। কাপলদের কাছে এই সাতটা দিনের গুরুত্ব সত্যিই অসীম।
advertisement
2/11
শুধু এই সাতটা দিন নয়, সারা বছর যেকোনও উপলক্ষ বা কোনও উপলক্ষ ছাড়া প্রিয় মানুষকে গোলাপ দিয়ে খুশি করার রীতি দীর্ঘদিনের।
advertisement
3/11
রোজ ডে তে তাই ভালবাসার মানুষের হাতে তুলে দিন পছন্দসই গোলাপ৷ সে সময়ে কি যে আনন্দ, তার মর্ম একমাত্র বোঝেন ভালবাসার মানুষই।
advertisement
4/11
ফুলের রানী গোলাপ, কমবেশি সারা বছর রংবেরঙের গোলাপের চাহিদা থাকে সর্বত্র। তবে সেই চাহিদা কয়েকগুণ বেড়ে যায় ফেব্রুয়ারির শুরুতেই।
advertisement
5/11
ভালোবাসার বর্ণময় সাতটা দিনের শুরুতেই গোলাপ দেওয়ার দিন। তাই সবার আগে মন পড়ে থাকে গোলাপের দিকেই।সর্বত্র চাহিদার সঙ্গে এই বিশেষ দিনে বিক্রি হয় গোলাপ।
advertisement
6/11
সারা বছর গোলাপ পাওয়া গেলেও এই সময়ের গোলাপের কদরটাই আলাদা। নানা রঙের গোলাপ থেকে সুগন্ধি গোলাপ, গোলাপে মজে থাকে মন৷
advertisement
7/11
গোলাপ রয়েছে ইতিহাস বইয়ের পাতাতেও। মুঘল বেগম নুরজাহান পছন্দ করতেন লাল গোলাপ। নুরজাহানের মন খুশি করার জন্য। তার স্বামী প্রতিদিন পছন্দের গোলাপ পাঠাতেন প্রাসাদে।
advertisement
8/11
এই রোজ ডে'তে লাল গোলাপের পাশাপাশি রংবেরঙের গোলাপের চাহিদাও থাকে। চাহিদা অনুযায়ী দামও থাকে বেশ আকাশ ছোঁয়া।
advertisement
9/11
দাম যাই হোক না কেন এই বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য একটি গোলাপ যে নিতেই হবে।
advertisement
10/11
সাধারণত যে গোলাপ ১০ টাকা থেকে ২০ টাকা দাম থাকে সারা বছর। সেই গোলাপের দাম বেড়ে যায় কয়েক গুণ। কখনও দেখা যায় একশত পার করে দুশোয় ছুঁই ছুঁই।
advertisement
11/11
৭ ই ফেব্রুয়ারি রোজ ডে, তার আগে থেকেই আকর্ষণীয় নানা গোলাপ দেখা গিয়েছে বাজারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines day 2023: পছন্দের মানুষকে খুশি করার এটাই বড় সুযোগ! রোজ ডে'তে বিপুল চাহিদা গোলাপের