Vaastu Tips: অর্থ কষ্টে ভুগছেন? তাহলে এই গাছ ঘরের সঠিক জায়গায় রাখুন! প্রচুর টাকা পাবেন!
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Vaastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে কেটে যাবে অর্থ সংকট। এই গাছ শুধু বাড়িতে রাখলেই হবে না তার মধ্যেই কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে।
advertisement
1/6

প্রতিমাসে প্রচুর টাকা আয় করেন কিন্তু কোন ভাবেই যেন হাতে টাকা রাখতে পারছেন না। যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে আপনাকে। শুধু এই গাছ বাড়িতে লাগান।
advertisement
2/6
বাস্তুশাস্ত্র অনুসারে কেটে যাবে অর্থ সংকট। এই গাছ শুধু বাড়িতে রাখলেই হবে না তার মধ্যেই কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে।
advertisement
3/6
গাছ লাগানো অনেকের কাছে নেশার মত। বাড়িতে খুব বেশী জায়গা না থাকলেও টবে লাগানোর মত ফুল, পাতাবাহার গাছ অনেকেই লাগিয়ে থাকেন। এই অন্য গাছের মতো এই অ্যালোভেরা গাছ বাড়িতে রাখুন।
advertisement
4/6
এই গাছটির বাস্তু গুণাগুণ প্রচুর। তবে এর সঠিক ব্যবহার না জানলে ঘটতে পারে উল্টোটাও। অ্যালোভেরা গাছ যেমন অর্থনৈতিক সংকট দূর করে, তেমনই বাড়িতে এটিকে ভুল ভাবে রাখলে বিপদে পড়তে হতে পারে।
advertisement
5/6
জেনে নিন বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরা গাছকে সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে লাগাতে হবে। বাস্তু শাস্ত্র অনুযায়ী এটাই বাড়িতে অ্যালোভেরা বসানোর সঠিক জায়গা।
advertisement
6/6
এই গাছের উপরে সূর্যের আলো যেন সুন্দরভাবে পড়ে। এই গাছে মেপে জল দিতে হয়। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। কড়া রোদও আবার সহ্য করতে পারে না অ্যালোভেরা গাছ। ব্যালকনিতে এই গাছ রাখলে সবচেয়ে ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vaastu Tips: অর্থ কষ্টে ভুগছেন? তাহলে এই গাছ ঘরের সঠিক জায়গায় রাখুন! প্রচুর টাকা পাবেন!