TRENDING:

Types of Headaches: মাইগ্রেন, টেনশন নাকি সাইনাস— কোন ধরনের মাথা ব্যথা আপনাকে কাবু করছে? কোন লক্ষণ বিপদের ইঙ্গিত দেয়, জেনে নিন

Last Updated:
Types of Headaches: মাইগ্রেন বা সাইনাস না-থাকলেও মাথা যন্ত্রণার শিকার হন অনেকেই। কাজের চাপ, স্ট্রেসের কারণে মাথা যন্ত্রণা খুব স্বাভাবিক ব্যাপার হলেও অনেক সময় বড়সড় সমস্যাও ডেকে আনতে পারে।
advertisement
1/13
টেনশন না মাইগ্রেন—আপনার ঠিক কোন ধরনের মাথা ব্যথা হচ্ছে, জেনে নিন লক্ষণ
প্রায়শই মাথা ব্যথা হয়! সামান্য মানসিক চাপ পড়লেই মাথা দপদপ, রগের দু’পাশ ধরে যন্ত্রণা, নইলে মাথা-ঘাড় জুড়ে ব্যথা। এ সব থেকে বাঁচতে অনেকেই মুড়ি-মুড়কির মতো পেন কিলার খান। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। মাথা ব্যথা কিন্তু শরীরের অন্যান্য সমস্যার ইঙ্গিত বহন করে। তাই মাইগ্রেন বা সাইনাস না-থাকলেও মাথা যন্ত্রণার শিকার হন অনেকেই। কাজের চাপ, স্ট্রেসের কারণে মাথা যন্ত্রণা খুব স্বাভাবিক ব্যাপার হলেও অনেক সময় বড়সড় সমস্যাও ডেকে আনতে পারে।
advertisement
2/13
সর্দিতে মাথা যন্ত্রণা হওয়া আর মাঝে মাঝেই মাথা ব্যথায় কাবু হয়ে পড়া এক জিনিস নয়। মাথা যন্ত্রণার সঙ্গে ঝাপসা দেখা বা চোখ থেকে জল পড়ার মানে দৃষ্টিশক্তির সমস্যাও হতে পারে। আবার এর সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখার অর্থ কিন্তু মস্তিষ্কের স্নায়ুগত কোনও সমস্যাও হতে পারে।
advertisement
3/13
অনেকেরই মাথার সঙ্গে ঘাড়ে ব্যথা, গা-বমি ভাব এ সবও হয়ে থাকে, তখন আবার ইঙ্গিত যায় মাইগ্রেনের দিকে। আবার মাথার পিছন দিকে ঘন ঘন অসহ্য যন্ত্রণা কিন্তু কোনও টিউমার জাতীয় অসুখের থেকেও হতে পারে।
advertisement
4/13
তাই মাঝে মাঝেই মাথা ব্যথা হলে সচেতন হতে হবে বইকি। কপাল জুড়ে মাথা যন্ত্রণা, না কি মাথার পিছন দিকে ধীরে ধীরে ব্যথা ছড়িয়ে পড়া— ঠিক কী ভাবে আর কোথায় যন্ত্রণা হচ্ছে, তার উপরেও নির্ভর করে চিকিৎসা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১৫০ ধরনের মাথা ব্যথা হতে পারে। এগুলিকে মোটামুটি দু’ভাগে ভাগ করা হয়েছে।
advertisement
5/13
প্রাইমারি – অর্থাৎ যা খুব মারাত্মক নয়। এই পর্যায়ের মাথা ব্যথায় আছে মাইগ্রেন, টেনশনজনিত মাথা ব্যথা, ক্লাস্টার হেডেক বা চোখের পিছনে ব্যথা, এনডিপিএইচ ইত্যাদি।
advertisement
6/13
সেকেন্ডারি – যা মারাত্মক হয়ে থাকে। এই পর্যায়ে রয়েছে মস্তিষ্কে টিউমার, মস্তিষ্কে রক্তক্ষরণ, হাই ব্লাড প্রেশারের সমস্যা, সংক্রমণ, ট্রমা ইত্যাদি। এ সব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া জরুরি। এ বার দেখে নেওয়া যাক যে, কত ধরনের মাথা ব্যথায় সব থেকে বেশি মানুষ আক্রান্ত হন, তার ধরন এবং প্রকারভেদ।
advertisement
7/13
মাইগ্রেনের মাথা ব্যথা: এই ব্যথা মুখের উপরের দিকে থেকে ক্রমশ নীচের দিকে ছড়িয়ে পড়ে। কপালের এক দিকে যন্ত্রণা শুরু হয়। হঠাৎ করে কমে গিয়ে আবার ফিরে আসে। বমি-বমি ভাব থাকে। এমনকী, চোখ ঝাপসাও হয়ে যায়। এই রকম টানা চলতে থাকলে সেটা অবশ্যই মাইগ্রেনের কারণে মাথা ব্যথার লক্ষণ। এ ধরনের মাথা ব্যথা জীবন দুর্বিষহ করে তোলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
advertisement
8/13
দুশ্চিন্তাজনিত মাথাব্যথা বা টেনশন-টাইপ হেডেক: অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপ বা বিষণ্নতাজনিত মাথা ব্যথাকে টেনশন-টাইপ হেডেক বা দুশ্চিন্তাজনিত মাথাব্যথা বলা হয়। এই ধরনের ব্যথা মূলত কপাল থেকে মাথার পিছন দিক দিয়ে ঘাড়ের দিকে নেমে যায়। মনে হয়, যেন কেউ মাথাটা দু’হাত দিয়ে চেপে ধরে আছে। রাতের দিকে এই ধরনের মাথা ব্যথা বাড়ে।
advertisement
9/13
সাইনাস হেডেক: এই ধরনের মাথা ব্যথা শুরু হয় চোখের উপর যন্ত্রণা দিয়ে। তার পর তা ধীরে ধীরে তা চোখের নীচের দিকে ছড়িয়ে পড়ে এবং রোগী গালে চাপ অনুভব করে। সাধারণত সাইনাস হেডেক খুবই বিরল। প্রায় সময়ই মাইগ্রেনের ফলেই এই ধরনের যন্ত্রণা হয়। যার কারণে মুখমণ্ডলে ব্যথা হয়।
advertisement
10/13
থান্ডারক্ল্যাপ হেডেক: এই ধরনের মাথা ব্যথা গুরুতর কোনও শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। সাধারণত ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজের কারণে হওয়া মাথা ব্যথাকেই থান্ডারক্ল্যাপ হেডেক বলে। এতে মনে হয়, মাথার ভিতর যেন বাজ পড়ছে। এই সমস্যায় দেরি না-করে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যেতে হবে।
advertisement
11/13
ক্লাস্টার হেডেক: যদি মনে হয় চোখের পিছন দিকে কোনও কিছু খোঁচা দিচ্ছে, তা হলে তা ক্লাস্টার হেডেকের লক্ষণ। চোখের পাতায় এ ধরনের ব্যথার প্রভাব বেশি থাকে। অনেক সময় কিডনির সমস্যা, গলব্লাডারের সমস্যা বা বদহজম হলে এই ধরনের মাথা ব্যথা হয়। সাধারণত ক্লাস্টার হেডেকে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি ভোগেন।
advertisement
12/13
অ্যালার্জি হেডেক: সাইনাসের রোগীরাই অ্যালার্জি হেডেকে বেশি আক্রান্ত হন। নাক বন্ধ হয়ে আসে। কপালের মাঝখানটায় ব্যথা হতে থাকে। চোখের নীচের দিকেও ব্যথা অনুভূত হয়। তবে সিজন চেঞ্জের সময়ে সাধারণ মানুষেরও অ্যালার্জি হেডেক হতে পারে।
advertisement
13/13
এয়ারপ্লেন হেডেক: আকাশপথে ভ্রমণের সময় প্রেশার বা চাপের পরিবর্তনের কারণে এই ধরনের মাথা ব্যথা হয়ে থাকে। মনে হয়, মাথার এক পাশে কিছু বিঁধে আছে বা খোঁচা মারছে। গবেষণায় দেখা গিয়েছে, বিমানযাত্রার সময় প্রতি ১২ জনে ১ জন যাত্রী এয়ারপ্লেন হেডেকে ভোগেন। এই ধরনের ব্যথা কমাতে বেশি করে জলপান এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে পেনকিলারও নেওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Types of Headaches: মাইগ্রেন, টেনশন নাকি সাইনাস— কোন ধরনের মাথা ব্যথা আপনাকে কাবু করছে? কোন লক্ষণ বিপদের ইঙ্গিত দেয়, জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল