Turn White Hair Black: পাকা চুল কালো করতে হেয়ার ডাই নয়, ভরসা রাখুন তেল-এ! জেনে নিন কোন সাধারণ তেলে চুল হবে কুচকুচে কালো
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আগে চুল পাকলে বুড়ো বলা হত, কিন্তু ইদানীং তরুণ প্রজন্মর মধ্যেও চুলে পাক ধরার সমস্যা। ৩০ বছর বয়স থেকেই মাথায় গাদাগাদা পাকা চুল। সমস্যার মোকাবিলায় অনেকেই হেয়ার ডাই বা হেয়ার কালার ব্যবহার করেন, কিন্তু তাতে সাময়িক সুরাহা মিললেও চুলের বারোটা বাজে।
advertisement
1/5

আগে চুল পাকলে বুড়ো বলা হত, কিন্তু ইদানীং তরুণ প্রজন্মর মধ্যেও চুলে পাক ধরার সমস্যা। ৩০ বছর বয়স থেকেই মাথায় গাদাগাদা পাকা চুল। সমস্যার মোকাবিলায় অনেকেই হেয়ার ডাই বা হেয়ার কালার ব্যবহার করেন, কিন্তু তাতে সাময়িক সুরাহা মিললেও চুলের বারোটা বাজে।
advertisement
2/5
হেয়ার ডাই-এ থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদানে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়, মুঠোমুঠো চুল পড়তে থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। লোশান-সিরাম-শ্যাম্পু নয়, পাকা চুল কালো করতে এক্সপার্ট তেল। জেনে নিন, কোন তেল মাখলে পাকা চুল কালো হয়--
advertisement
3/5
নারকেল তেল-- নারকেল তেল চুলে পর্যাপ্ত পুষ্টি জোগায়, চুল গোড়া থেকে মজবুত করে, চুলে পাক ধরা রোধ করে। নারকেল তেল স্ক্যাল্পের আদ্রতা বজায় রাখে। এতে থাকা লরিক অ্যাসিড চুলে উজ্জ্বলতা আনে, কন্ডিশনিং করে এবং চুলে প্রোটিনের ঘাটতি দূর করে। নিয়মিত নারকেল তেল ব্যবহারে চুল ঘন ও শক্ত হয়।
advertisement
4/5
আমলকি তেল--আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, আয়রন শোষণেও কার্যকর। আমলকি তেল চুলে মেলানিন উৎপাদন বাড়ায়। নিয়মিত এই তেল লাগালে অকালে চুল পেকে যাওয়া বন্ধ হয়, চুল পর্যাপ্ত পুষ্টি পায়, মাথার ত্বক সুস্থ থাকে এবং খুশকির সমস্যা দূর হয়। যাঁদের চুল পাকছে, তাঁদের নিয়মিত আমলকি তেল ব্যবহার করা শুরু করা উচিত।
advertisement
5/5
কোন তেলটি আপনার জন্য উপযুক্ত, তা নির্ধারণ করার পরই তেল ব্যবহার করুন। সে জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Turn White Hair Black: পাকা চুল কালো করতে হেয়ার ডাই নয়, ভরসা রাখুন তেল-এ! জেনে নিন কোন সাধারণ তেলে চুল হবে কুচকুচে কালো