TRENDING:

Turn White Hair Black Naturally: মাথা ভর্তি সাদা চুল? ডাই,হেয়ার কালার,কলপ ছুড়ে ফেলুন, এই পাতা ফোটানো জলেই চুল হবে কুচকুচে কালো, সম্পূর্ণ নিরাপদ, খরচা নেই এক টাকাও

Last Updated:
অল্প বয়সেই চুলে পাক ধরেছে? সমস্যার মোকাবিলায় গাদাগাদা ডাই-হেয়ার কালার মাখছেন? এতে কিন্তু আখেরে উলটো ফলই হচ্ছে! ডাই-এ অ্যামোনিয়া ও আরও নানা ধরনের কেমিক্যাল থাকে, যা চুলের বারোটা বাজাচ্ছে! চুল হয়ে উঠছে দুর্বল, ভঙ্গুর, শুষ্ক। চুল পড়ছেও গাদাগাদা। কাজেই কেমিক্যাল প্রডাক্ট ব্যবহার না করে ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে! আপনার বাড়িতে থাকা এই একটা পাতা সাদা চুল করবে কুচকুচে কালো।
advertisement
1/6
মাথা ভর্তি সাদা চুল? ডাই,হেয়ার কালার,কলপ ছুড়ে ফেলুন, এই পাতা ফোটানো জলেই চুল কুচকুচে কালো
অল্প বয়সেই চুলে পাক ধরেছে? সমস্যার মোকাবিলায় গাদাগাদা ডাই-হেয়ার কালার মাখছেন? এতে কিন্তু আখেরে উলটো ফলই হচ্ছে! ডাই-এ অ্যামোনিয়া ও আরও নানা ধরনের কেমিক্যাল থাকে, যা চুলের বারোটা বাজাচ্ছে! চুল হয়ে উঠছে দুর্বল, ভঙ্গুর, শুষ্ক। চুল পড়ছেও গাদাগাদা। কাজেই কেমিক্যাল প্রডাক্ট ব্যবহার না করে ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে! আপনার বাড়িতে থাকা এই একটা পাতা সাদা চুল করবে কুচকুচে কালো।
advertisement
2/6
ডাই-হেয়ার কালার নয়, চা পাতা ব্যবহার করে সাদা চুল করুন কুচকুচে কালো। চা পাতা শুধু চুলের রং গাঢ় করে না, চুলে ও স্ক্যাল্পে পুষ্টি জোগায়।
advertisement
3/6
কীভাবে চা পাতা দিয়ে হেয়ার কালার তৈরি করবেন?৪-৫ টেবিল চামচ চা পাতা নিন এবং ২ কাপ জলে ফোটান। জল ঘন গাঢ় বাদামি রং হওয়া পর্যন্ত ভালভাবে ফোটাতে হবে। চাইলে এর সঙ্গে ১-২ টুকরো দারচিনি বা লবঙ্গ দিতে পারেন, এতে রঙের সঙ্গে সুগন্ধও বাড়বে। মিশ্রণ ফুটে গেলে ঠান্ডা করে ছেঁকে নিন। তৈরি হয়ে গেল আপনার হেয়ার কালার। এটি একটি স্প্রে বোতলে ভরে নিয়ে সাদা চুলে স্প্রে করতে পারেন, অথবা বাটিতে নিয়ে ব্রাশের সাহায্যে চুলে লাগাতে পারেন।
advertisement
4/6
কীভাবে ব্যবহার করবেন:? চুল হালকা ভিজিয়ে নিয়ে চায়ের মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালভাবে লাগান। স্প্রে বোতল, ব্রাশ বা তুলোর বল দিয়ে সমানভাবে রঙটি চুলে লাগাতে হবে। মিশ্রণ লাগানোর পর শাওয়ার ক্যাপ পরে নিন এবং অন্তত ৩০-৪০ মিনিট রেখে দিন। তার পর শুধু জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সেদিন শ্যাম্পু ব্যবহার করবেন না।
advertisement
5/6
নিয়মিত ব্যবহারের উপকারিতা-- এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে আপনার চুল স্বাভাবিকভাবেই কালো ও উজ্জ্বল হয়ে উঠবে। চা পাতায় থাকে ট্যানিন যা চুলকে গভীর বাদামি-কালো রং-এর করে তোলে। চা পাতা চুল মজবুত বানায়। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট চুল পড়া রোধ করে এবং মাথার ত্বকে পুষ্টি জোগায়। যদি আরও গাঢ় রং চান, তবে চায়ের মিশ্রণে সামান্য কফি পাউডার মিশিয়ে নিতে পারেন।
advertisement
6/6
সতর্কতা:প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই একটি প্যাচ টেস্ট করে নেবেন, যাতে অ্যালার্জির সমস্যা এড়ানো যায়। সবসময় তাজা চা পাতা ব্যবহার করুন। পুরনো চা পাতা ব্যবহার করলে ভাল রং আসবে না। চা ওআতা দিয়ে চুল রং করার বেশ কিছুদিন আগে থেকে চুলে কেমিক্যাল ডাই বা হেয়ার কালার লাগানো বন্ধ রাখতে হবে।Ha
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Turn White Hair Black Naturally: মাথা ভর্তি সাদা চুল? ডাই,হেয়ার কালার,কলপ ছুড়ে ফেলুন, এই পাতা ফোটানো জলেই চুল হবে কুচকুচে কালো, সম্পূর্ণ নিরাপদ, খরচা নেই এক টাকাও
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল