TRENDING:

Dusky Beauty: গায়ের রং চাপা? বিয়ের জন্য বেছে নিন এই ধরণের পোশাক, তাহলেই বাজিমাত

Last Updated:
Fashion Tips: এমন পোশাকে পাত্র যেন আর মুখ ফেরাতে পারবে না!
advertisement
1/5
গায়ের রং চাপা? বিয়ের জন্য বেছে নিন এই ধরণের পোশাক, তাহলেই বাজিমাত
অনিতা ডোগরার এই ডিজাইনার লেহেঙ্গা শ্যাম বর্ণদের জন্য উপযুক্ত। সাদা উপর গোলাপি ও ধূসর রঙের সুন্দর কাজ করা হয়েছে। এই লেহেঙ্গার সঙ্গে মুক্তার মালা এবং মানানসই কানের দুল হলেই পারফেক্ট! তাহলে সবার নজর কনের দিকেই থাকবে। image : Instagram/anitadongre
advertisement
2/5
পিচ গ্রিন বেস এবং সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের এই লেহেঙ্গাটিও শ্যাম বর্ণ মেয়েদের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করবে৷ আসলে কিছু কিছু রং রয়েছে যা এধরণের গায়ের রং-এর সঙ্গে খুব ভাল লাগে৷ দিনের বেলার কোনও অনুষ্ঠানের জন্যও এই লেহেঙ্গা পরা যাবে। image : Instagram/anitadongre
advertisement
3/5
লাল রং-ও ডাস্কি মেয়েদের খুব সুন্দর দেখায়। বিয়ের জন্য একটি লেহেঙ্গা কিনতে গেলে নির্দ্বিধায়লাল রঙের লেহেঙ্গা কিনতে পারেন। কারণ লাল রং ভালবাসার রং, প্রেমের রং৷ ফলে বিয়েতে এই রং সবসময় অগ্রাধিকার পায়৷ image : Instagram/ sabyasachiofficial
advertisement
4/5
আজকাল লেহেঙ্গায় মেটালিক রঙের ট্রেন্ড খুব বেশি। ডাস্কি স্কিন টোনে এই রঙটি খুব সুন্দর দেখায়। ডাস্কি স্কিন টোনের যারা রয়েছেন, তারা মনীশ মালহোত্রার এই ডিজাইনার লেহেঙ্গা থেকে অনুপ্রেরণা নিতে পারেন। এই লেহেঙ্গায় নীল এবং মেটালিক রং সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। image : Instagram/manishmalhotraworld
advertisement
5/5
বিয়েতে অধিকাংশ অনুষ্ঠান রাতেই হয়৷ ফলে নাইট ফাংশনের জন্য যদি লেহেঙ্গা খোঁজেন, তাহলে আপনি এই ধরনের ইন্দো ওয়েস্টার্ন স্টাইলের লেহেঙ্গা দেখতে পারেন। এটির ডিজাইনও করেছেন মনীশ মালহোত্রা। ডিজাইনার পোশাক কেনার প্রয়োজন নেই, অনুপ্ররণা নিয়ে, নিজের মতো করে তৈরি করতে পারেন৷ image : Instagram/manishmalhotraworld
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dusky Beauty: গায়ের রং চাপা? বিয়ের জন্য বেছে নিন এই ধরণের পোশাক, তাহলেই বাজিমাত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল