TRENDING:

Tree Planting Tips in Rainy Season: বর্ষায় বৃষ্টির মধ্যে এই ফুলের ডাল লাগান, ২ দিনের মধ্যেই ধরবে শিকড়! সারা বছর রঙিন ফুলে ভরে থাকবে বাগান...

Last Updated:
Tree Planting Tips in Rainy Season: বর্ষায় এই গাছের ডাল পুঁতলেই মাত্র ২ দিনের মধ্যে শিকড় গজাবে। এই গাছ সারা বছর লাল, সাদা, গোলাপি রঙের ফুলে ভরে থাকে। জেনে নিন কলম ও বীজ থেকে জবা গাছ তৈরির সঠিক পদ্ধতি...
advertisement
1/8
বর্ষার বৃষ্টিতে এই ফুলের ডাল লাগান, ২ দিনেই ধরবে শিকড়! সারা বছর রঙিন ফুলে ভরবে বাগান...
বর্ষার মরসুম চলছে এবং গোটা ভারতেই চলছে টানা বৃষ্টি। এই সময় যদি আপনি আপনার বাগানকে রঙিন ও সুন্দর করতে চান, তাহলে আজ আমরা এমন এক বিশেষ ফুল সম্পর্কে বলব, যার একটি ডাল মাটিতে পুঁতলেই দু-তিন দিনের মধ্যে শিকড় গজাতে শুরু করে। বিশেষ বিষয় হল, এই গাছ সারা বছর নানা রঙের ফুলে ভরে থাকে।
advertisement
2/8
ফুল বিক্রেতা ইমরান জানিয়েছেন, জবা ফুলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও একে "জসুদ", কোথাও "শো ফ্লাওয়ার" আবার কোথাও বা "চায়না রোজ" বলা হয়। তবে উত্তর প্রদেশ এবং উত্তর ভারতে একে সাধারণত গুড়হল বলে ডাকা হয়।
advertisement
3/8
বেশিরভাগ মানুষদের বাগানে গুড়হলের গাছ থাকে, কিন্তু যত্নের অভাবে মাঝে মাঝে তা শুকিয়ে যায়। চলুন জেনে নিই গুড়হলের গাছ লাগানোর পদ্ধতি ও তার সঠিক যত্ন নেওয়ার টিপস, যা আপনার বাগানকে গুড়হলের রঙিন ফুলে ভরিয়ে দেবে।
advertisement
4/8
জবা লাগানোর দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হল কাটিং থেকে গাছ তৈরি করা। জবার একটি ৬ ইঞ্চি দীর্ঘ ডাল কেটে নিয়ে তার নিচের দিকের ৪-৫টি পাতা ছিঁড়ে ফেলুন। এবার এই প্রস্তুত কলমটিকে জলভর্তি পাত্রে রেখে হালকা আলোতে রাখুন। ৩-৪ সপ্তাহের মধ্যে এতে শিকড় গজাতে শুরু করবে।
advertisement
5/8
ইমরান জানিয়েছেন, যখন এই ডালে শিকড় বেরোবে, তখন একে গ্রো ব্যাগ বা টবে প্রতিস্থাপন করা যায়। চাইলে আপনি সরাসরি টবেও এই কলম বসাতে পারেন। এর জন্য টবে মাটি ভরে, কলমের অর্ধেক অংশ মাটিতে গুঁজে হালকা জল ছিটিয়ে দিন।
advertisement
6/8
মনে রাখতে হবে, কলম লাগানোর পরে অতিরিক্ত জল দেবেন না। কয়েক দিনের মধ্যেই এতে নতুন পাতা বেরোতে শুরু করবে এবং গাছ বেড়ে উঠবে।
advertisement
7/8
জবা গাছ লাগানোর আরেকটি পদ্ধতি হল বীজ থেকে। এর জন্য ছোট টব বা গ্রো ব্যাগে মাটি ভরে তাতে জবার বীজ ছিটিয়ে দিন। নিয়মিত জল স্প্রে করতে থাকলে কিছু দিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হবে এবং গাছ তৈরি হবে।
advertisement
8/8
সবচেয়ে বড় কথা হল, জবা এমন একটি গাছ যেটিতে বছরভর ফুল ফোটে। এর ফুল লাল, সাদা, গোলাপি সহ বিভিন্ন রঙের হয়ে থাকে এবং এটি আপনার বাগানকে সারা বছর সুন্দর করে রাখবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tree Planting Tips in Rainy Season: বর্ষায় বৃষ্টির মধ্যে এই ফুলের ডাল লাগান, ২ দিনের মধ্যেই ধরবে শিকড়! সারা বছর রঙিন ফুলে ভরে থাকবে বাগান...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল