TRENDING:

Tree Plantation: বাড়িতে গাছ লাগান? কিন্তু এই ৪ গাছ লাগালে জীবন শেষ! নামগুলি শুনলেই চমকে উঠবেন

Last Updated:
Tree Plantation: বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ একটু যত্ন নিলে বেশ বেড়ে ওঠে। তাই এই সমস্ত গাছের চাহিদা যথেষ্টই রয়েছে।
advertisement
1/6
বাড়িতে গাছ লাগান? কিন্তু এই ৪ গাছ লাগালে জীবন শেষ! নামগুলি শুনলেই চমকে উঠবেন
বাড়িতে জমি না থাকলেও ছাদে কিংবা বারান্দাতে গাছ লাগাতে পছন্দ করেন অনেকেই। বাড়িতে বাগান করার স্বভাব রয়েছে বেশিরভাগ মানুষের। কিন্তু কোন গাছ বাড়ির জন্য ভালো, কোন গাছ আদতে ক্ষতি করে, তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন।
advertisement
2/6
বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ একটু যত্ন নিলে বেশ বেড়ে ওঠে। তাই এই সমস্ত গাছের চাহিদা যথেষ্টই রয়েছে। ফুল গাছ ফলের গাছের পাশাপাশি বনসাইয়েরও বেশ চাহিদা গড়ে উঠছে দিনের পর দিন। তবে জানেন কি কিছু কিছু গাছ লাগালে বাড়িতে যেমন শুভ পাওয়া যায়, তেমনই কিছু গাছ বাড়িতে অশুভ প্রভাব ডেকে আনে।
advertisement
3/6
বনসাই : বনসাই গাছ প্রথমত বাগান কিংবা ঘর সাজাতে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের তেমন বিশেষ কোনও যত্ন নিতে হয় না। ঘরের এক কোণে রেখে দিলেও বেশ থাকে। কিন্তু বাস্তু মতে এই গাছ ঘরে রাখা একদমই ঠিক নয়। এতে অর্থনৈতিক সংকট নেমে আসতে পারে।
advertisement
4/6
খেজুর গাছ : খেজুর গাছ দেখতেও ভাল, খেজুর ফল হিসেবেও দারুণ উপকারী। আর সেই কারণেই অনেকে বাড়িতে জমি থাকলে খেজুর গাছ পুঁতে রাখেন। কিন্তু এই গাছটিও বাড়িতে না রাখাই ভাল। কারণ এই গাছ নাকি বাড়িতে অশুভ প্রভাব বৃদ্ধি করে।
advertisement
5/6
কাঁটা জাতীয় গাছ : অনেকেই ক্যাকটাস ভীষণ পছন্দ করেন। খুব কম যত্নে এই গাছগুলিকে বাড়িতে রাখা যায়। আবার ক্যাকটাসের ফুলগুলিও দেখতে বেশ সুন্দর হয়। তবে কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখলে জীবনও কাঁটাযুক্ত হয়।
advertisement
6/6
বটগাছ বা অশ্বত্থ গাছ : বাড়িতে কখনই বট বা অশ্বত্থ গাছ রাখা উচিত নয়। এই গাছগুলো মন্দিরের জন্য শুভ, কিন্তু বাড়ির জন্য একেবারেই শুভ নয়। বাড়িতে এই গাছ রাখলে জীবনে অন্ধকার নেমে আসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tree Plantation: বাড়িতে গাছ লাগান? কিন্তু এই ৪ গাছ লাগালে জীবন শেষ! নামগুলি শুনলেই চমকে উঠবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল