TRENDING:

Travel: রেলি নদীর ধারে একটি মাত্র হোমস্টে! ঠিক যেন এক টুকরো স্বর্গ! জানুন কীভাবে যাবেন এই মায়াবী গ্রামে!

Last Updated:
Travel: পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ! আর দার্জিলিং নয়! এবার যান এই মায়াবী গ্রামে! মন ভাল হতে বাধ্য! খুব সহজেই যাওয়া যায়! জানুন
advertisement
1/5
রেলি নদীর ধারে একটি মাত্র হোমস্টে! ঠিক যেন এক টুকরো স্বর্গ! জানুন কীভাবে যাবেন
সানতুক উত্তরবঙ্গের একটি অফবিট পর্যটন কেন্দ্র। খুব বেশি পর্যটক সমাগম এখানে হয় না। কাজেই আসতে হলে আগে থেকে এখানকার হোমস্টে বুকিং করে আসাই ভাল। কারণ রেলি নদীর পাড়ে এই একটি হোমস্টেই রয়েছে।
advertisement
2/5
শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করেও আসা যায় সানতুক। আবার শেয়ার গাড়িতেও আসা যায়। যাওয়ার পথে মাঝে মাঝে গাড়ি থামিয়ে ফটোশুট শুরু করে দেবেন অনেকেই। রিল আর সেলফি তোলার সেরা জায়গা।
advertisement
3/5
লাভা যাওয়ার পথে সানতুক। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছের সারি। তার মধ্যে উঁকি দিয়ে যায় ফার্ন গাছ দেখতে দেখতে পৌঁছে হওয়ায় যায় এই গ্রামে।
advertisement
4/5
সানতুক দুটি ভাগে রয়েছে। আপার সানতুক আর লোয়ার সানতুক। আর লোয়ার সানতুকেই রয়েছে এই অপর্ব সুন্দর জায়গা। নদীর পাড়ে পৌঁছতে মনে হবে সেখানেই রয়েছে সেই রোমাঞ্চকর কাঠের বাড়ি। বা হোমস্টে।
advertisement
5/5
নদীর পাড়ের সাজানো গোছানো একটা জায়গা। ঘরের মধ্যে থেকে অসাধারণ সুন্দর লাগে এখানে। চারপাশে সবুজ রঙের সমাহার। তার সঙ্গে দেখা যাবে রেলি নদীর বয়ে যাওয়া। সে এক অনবদ্য দৃশ্যের সাক্ষী হয়ে থাকবে। তাই কাছের মানুষকে নিয়ে ঘুরে আসুন এই মায়াবী জায়গায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: রেলি নদীর ধারে একটি মাত্র হোমস্টে! ঠিক যেন এক টুকরো স্বর্গ! জানুন কীভাবে যাবেন এই মায়াবী গ্রামে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল