TRENDING:

Travel Destinations: গরমে থাকুন 'সুপারকুল', এখানে গেলেই শরীর ও মন ঠান্ডা! ছুটির দিনে একবার হলেও ঢুঁ মারুন

Last Updated:
Travel Destinations: তীব্র গরমের থেকে রেহাই পেতে ঘুরে আসুন কলকাতার অদূরে প্রজাপতি পার্কে। বজবজ ২ নং ব্লকের গজাপোয়ালি পৈতা গ্রামে রয়েছে এই পার্ক। 
advertisement
1/6
গরমে থাকুন 'সুপারকুল', এখানে গেলেই শরীর ও মন ঠান্ডা! ছুটির দিনে একবার ঢুঁ মারুন
তীব্র গরমের থেকে রেহাই পেতে ঘুরে আসুন কলকাতার অদূরে প্রজাপতি পার্কে। বজবজ ২ নং ব্লকের গজাপোয়ালি পৈতা গ্রামে রয়েছে এই পার্ক।
advertisement
2/6
এখানে রয়েছে ট্রি হাউস। প্রচন্ড গরমে সেখানে মেলে ঠান্ডার অনুভূতি। প্রজাপতি পার্কের পোশাকি নাম প্রকৃতির পাঠশালা।
advertisement
3/6
এই প্রকৃতির পাঠশালা হল বজবজ ২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া একটি বায়োডাইভার্সিটি পার্ক।
advertisement
4/6
এই বায়োডাইভার্সিটি পার্কের মূল আকর্ষণ ট্রি হাউস। এখানে নতুন ২ ট্রি হাউসে ৪ টি রুম রয়েছে। যাদের নাম চিত্রা, জোনাকি, ছুটি এবং তিতলি। এছাড়াও পুরানো একটি ট্রি হাউস রয়েছে।
advertisement
5/6
এই পার্কে সন্ধ্যা হলেই শোনা যায় পাখিদের কলকাকলি। রয়েছে শতাধিক প্রজাতির গাছ, কিছু ঔষধি গাছ ও ফুলের গাছ।
advertisement
6/6
সবমিলিয়ে পর্যটকদের জন্য এই বায়োডাইভার্সিটি পার্ক আপনার মন ভাল করবেই তা আর বলার অপেক্ষা রাখেনা। এই পার্কে আসার পর আপনি প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel Destinations: গরমে থাকুন 'সুপারকুল', এখানে গেলেই শরীর ও মন ঠান্ডা! ছুটির দিনে একবার হলেও ঢুঁ মারুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল