Towel Wrapping Risk: স্নানের পরেই ভেজা গায়ে তোয়ালে জড়িয়ে কাজল হওয়ার শখ? ভয়ঙ্কর ভুল করছেন! অজান্তে ডেকে আনছেন বিরাট বিপদ...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Towel Wrapping Risk: বিপজ্জনক! ভেজা গায়েই তোয়ালে পেঁচানোর আগে জেনে নিন কী হতে পারে!
advertisement
1/7

কিন্তু শরীরে তোয়ালে মোড়ানোর ঝুঁকি কত জানেন? তোয়ালে মোড়ানো আপনার প্রয়োজন বা শখ দুটোর যাই হোক না কেন একথা সবাই জেনে অবাক হবেন যে এটি করা বড় বিপদ ডেকে আনার সামিল। তোয়ালেতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার স্বাস্থ্যের বড় রকমের ক্ষতি করতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হওয়া দরকার।
advertisement
2/7
কিন্তু শরীরে তোয়ালে মোড়ানোর ঝুঁকি কত জানেন? তোয়ালে মোড়ানো আপনার প্রয়োজন বা শখ দুটোর যাই হোক না কেন একথা সবাই জেনে অবাক হবেন যে এটি করা বড় বিপদ ডেকে আনার সামিল। তোয়ালেতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার স্বাস্থ্যের বড় রকমের ক্ষতি করতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হওয়া দরকার।
advertisement
3/7
তোয়ালেতে থাকে টয়লেটের জীবাণু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায়, বহু বছর আগে এটি প্রকাশ পেয়েছে যে তোয়ালেতে এমন জীবাণু থাকে যা আপনার টয়লেটে পাওয়া যায়। তাই তোয়ালেকে নরম সুন্দর দেখে নিরাপদ মনে করার কোনও কারণ নেই একেবারেই।
advertisement
4/7
সাবধানে তোয়ালে ব্যবহার করুন: এই গবেষণা অনুসারে, তোয়ালেতে পাওয়া জীবাণু এবং ব্যাকটেরিয়া অনেক রোগের জন্ম দেয়। এমন পরিস্থিতিতে তোয়ালে ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। গবেষণায় আরও বলা হয়েছে, নোংরা তোয়ালে ব্যবহারের থেকে এমনকি খাদ্যে বিষক্রিয়া ও ডায়রিয়ার ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়।
advertisement
5/7
তোয়ালে আর্দ্র থাকতে দেবেন না: আসলে, তোয়ালে আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকে, যার ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি হয়, যদি আপনি আর্দ্রতা-সহ ভিজে তোয়ালে পুনরায় ব্যবহার করেন তবে এই ব্যাকটেরিয়াগুলি আপনার শরীরে অত্যন্ত সহজে প্রবেশ করে, যা রোগ ছড়াতে পারে।
advertisement
6/7
ব্যাকটেরিয়া এড়াতে কী করবেন? বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আপনি যদি স্নানের পর তোয়ালে ব্যবহার করেন তবে অবশ্যই তা আগে রোদে শুকিয়ে নিন। এর ফলে বিপজ্জনক ব্যাকটেরিয়া মারা যায়। তাছাড়াও তোয়ালে সপ্তাহে অন্তত ৩ বার ধুতে হবেই।
advertisement
7/7
অন্যের তোয়ালে ব্যবহার করা বিপজ্জনক: অসুস্থতা এড়ানোর সর্বোত্তম উপায় হল আপনি কখনই পরিবারের সদস্য, রুম পার্টনার বা বন্ধুর গামছা বা তোয়ালে ব্যবহার করবেন না। কারণ এতে অন্য ব্যক্তির শরীরে উপস্থিত রোগটি আপনার মধ্যেও ছড়িয়ে পড়তে পারে অত্যন্ত সহজে। তাই সিনেমায় হিরো-হিরোইনরা যাই করুন না কেন, আপনি এই ভুলটি বাস্তবে একদম করবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Towel Wrapping Risk: স্নানের পরেই ভেজা গায়ে তোয়ালে জড়িয়ে কাজল হওয়ার শখ? ভয়ঙ্কর ভুল করছেন! অজান্তে ডেকে আনছেন বিরাট বিপদ...