TRENDING:

Gardening tips for Chilli Plant: টবের গাছে কাঁচালঙ্কা হচ্ছেই না? এই সহজ নিয়মে যত্ন নিন! লঙ্কা কিনতে বাজারে যেতে হবে না

Last Updated:
Gardening tips for Chilli Plant: বছরে একাধিকবার লঙ্কার দাম খুব বেড়ে যায়। আপনি চাইলে বাড়িতে টবেই লঙ্কাচাষ করতে পারেন। জেনে নিন তার টিপস।
advertisement
1/10
টবের গাছে কাঁচালঙ্কা হচ্ছেই না? এভাবে যত্ন নিন! লঙ্কা কিনতে বাজারে যেতে হবে না
দৈনন্দিন রান্নায় কাঁচালঙ্কা অপরিহার্য। রান্নায় স্বাদ এবং গুণ দুই-ই বাড়িয়ে তোলে কাঁচালঙ্কা।
advertisement
2/10
বছরে একাধিকবার লঙ্কার দাম খুব বেড়ে যায়। আপনি চাইলে বাড়িতে টবেই লঙ্কাচাষ করতে পারেন। জেনে নিন তার টিপস।
advertisement
3/10
লঙ্কাগাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে। মাটিতে জল দাঁড়ালে চলবে না। দোআঁশ মাটি ৫০%, কম্পোস্ট ৪০%, বালি ১০% নিন। গাছে দিন গোবরসার, খোলপচা সার বা ভার্মিকম্পোস্ট।
advertisement
4/10
লঙ্কার চারাগাছে প্রথমে কড়া রোদে রাখবেন না। আলোছায়ায় রাখুন কিছুদিন। গাছের গোড়ায় যাতে জল না জমে, সেদিকেও খেয়াল রাখুন।
advertisement
5/10
প্রাথমিক অবস্থায় ৭ দিন অন্তর, তার পর ১৫ দিন অন্তর দিন সর্ষের খোল ভেজানো জল।
advertisement
6/10
লঙ্কাগাছ বেশি ঝাঁকড়া হয়ে গেলে ফুল আসবে না। তাই নিয়মিত কাটিং ও প্রুনিং করুন।
advertisement
7/10
ফুল আসার পর পটাশ সার দিন। রাসায়নিক সার না দিলে কলার খোসা মজানো জল দিন। তাহলে ফুল ঝরে যাবে না।
advertisement
8/10
ফুল না এলে বা ফুল এলেও ফল না ধরলে নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়া বন্ধ করুন। সর্ষের খোল, ইউরিয়া দেওয়া কমিয়ে দিলে ফুল আসবে। ফলও ধরবে প্রচুর।
advertisement
9/10
গাছের গোড়ায় জল জমতে দেবেন না। তাহলে পাতাও হলুদ হয়ে যাবে না। পাতাও কুঁকড়ে যেতে পারে।
advertisement
10/10
গাছে পর্যাপ্ত রোদ না পড়লে, পোকামাকড়ের সংক্রমণ হলে পাতা কুঁকড়ে যেতে পারে। পোকামাকড় বিনাশ করতে গাছে নিমতেল দিন নিয়মিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening tips for Chilli Plant: টবের গাছে কাঁচালঙ্কা হচ্ছেই না? এই সহজ নিয়মে যত্ন নিন! লঙ্কা কিনতে বাজারে যেতে হবে না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল