advertisement
1/5

কার না স্বপ্ন থাকে, অ্যাকাউন্ট ভরে থাকবে টাকায় ? কিন্তু দশায় মশা! সমস্ত খরচ সামলে, যে অঙ্ক জমাতে চান, তার ধারেকাছেও পৌঁছতে পারেন না! মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে চোখে জল! কিন্তু সহজ কিছু টিপস মেনে চললে সহজেই কাঙ্ক্ষিত অঙ্কের টাকা জমাতে পারবেন-- Photo Source: Collected
advertisement
2/5
প্রথমেই মাথায় রাখতে হবে, আয়ের একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসেই জমাতে হবে! তা সে যত কমই হোক না কেন। কাজেই মাসের শুরুতেই নিজের বাজেট বুঝে সেই টাকাটা অ্যাকাউন্টে রেখে দিন। মারাত্মক প্রয়োজন ছাড়া তাতে কখনওই হাত দেবেন না! Photo Source: Collected
advertisement
3/5
আমরা অনেক সময়ই ভুল জায়গায় বিনিয়োগ করি। কাজেই, কোনও বিমা করানোর আগে বা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন । Photo Source: Collected
advertisement
4/5
এমন অনেক সময়ই হয়, কোনও কিছু একটা কিনতে ইচ্ছে করে যেটা সেই মুহূর্তে না কিনলেও চলবে! সেক্ষেত্রে ‘৭২ আওয়ার টেস্ট’-এর দ্বারস্থ হন। কী এই টেস্ট ? মনোবিদদের মতে, কিছু কিনবেন ভাবা ও কেনার মধ্যে ৭২ ঘণ্টা সময় রাখুন। যদি তিন দিন পরেও সেই জিনিসটি কেনার ইচ্ছা বজায় থাকে, তবেই কিনুন! Photo Source: Collected
advertisement
5/5
মাসের শুরুতেই খরচের একটা তালিকা বানান। কোন খাতে কত টাকা খরচ করবেন তাও ঠিক করে রাখুন। সেই অনুযায়ী খরচ করুন মাসের প্রথম থেকে। Photo Source: Collected