মাত্র ৫ টাকায় দূর করুন জামাকাপড়ের হলদে দাগ, সাদা কাপড় সাদাই থাকবে সব সময়!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to remove Yellow stains from White Clothes: সাদা কাপড় নিয়মিত পরিষ্কার না করলে তাতে খুব তাড়াতাড়ি হলদে ছোপ পড়ে যায়। অনেকসময় দেখা যায় বহুবার ব্যবহার করার পরও এই দাগ দূর হয় না। তবে মাত্র ৫ টাকা খরচ করেই পোশাকের এই হলদে দাগ দূর করা যায়।
advertisement
1/5

সাদা কাপড় নিয়মিত পরিষ্কার না করলে তাতে খুব তাড়াতাড়ি হলদে ছোপ পড়ে যায়। অনেকসময় দেখা যায় বহুবার ব্যবহার করার পরও এই দাগ দূর হয় না। তবে মাত্র ৫ টাকা খরচ করেই পোশাকের এই হলদে দাগ দূর করা যায়। সাদা কাপড়ের হলুদ ভাব দূর করতে আমরা বিভিন্ন ধরনের দামি জিনিস ব্যবহার করে থাকি।
advertisement
2/5
অনেক সময় সাধারণ সাবান ব্যবহার করেও জামাকাপড়ের হলদে দাগ দূর করার চেষ্টা করা হয়, আবার কখনও মেশিনের সাহায্যেও জামাকাপড় ধোয়া হয়। তবে কিছুতেই কাপড়ের তাতে ঔজ্জ্বল্য ফিরে আসে না। এই ক্ষেত্রে কস্টিক সোডা ব্যবহার করা যেতে পারে। এবারে জেনে নেওয়া যাক কস্টিক সোডা কী এবং কীভাবে তা ব্যবহার করা যায়।
advertisement
3/5
কস্টিক সোডা কী- কস্টিক সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি লাই নামেও পরিচিত। কস্টিক সোডা সাধারণত জিনিস পরিষ্কার করতে ব্যবহৃত হয়। বাজারে দু’ধরনের কস্টিক সোডা পাওয়া যায়। বাজারে খুব কম দামে পাওয়া যায় বলে অনেকেই এর ব্যবহার করেন। তবে কস্টিক সোডা ব্যবহার করার সময় আমাদের কিছু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এটি খালি হাতে একেবারেই স্পর্শ করা উচিত নয়, এতে ত্বকের ক্ষতি করতে পারে। তাই কস্টিক সোডা ব্যবহারের আগে হাতে সর্বদা গ্লাভস পরা উচিত।
advertisement
4/5
এছাড়াও এটি যেন আমাদের চোখের সংস্পর্শে না আসে সেই দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষত শিশুদের নাগালের থেকে কস্টিক সোডা দূরে রাখা উচিত। ব্যবহার পদ্ধতি- একটি বালতিতে জল নিয়ে এতে প্রয়োজনমতো ওয়াশিং পাউডার মেশাতে হবে। তারপর তাতে দুই-তিন চামচ কস্টিক সোডা মেশাতে হবে। এরপর এই দ্রবণে কাপড় ডুবিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিতে হবে। তারপর স্বাভাবিক জলে কাপড় ধুয়ে ফেলতে হবে। এতে জামাকাপড় নতুনের মত চকচক করবে।
advertisement
5/5
যদি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হয়, তাহলে মেশিনে ডিটারজেন্ট পাউডার বা লিকুইড ডিটারজেন্টের সঙ্গে দুই থেকে তিন চামচ কস্টিক সোডা মিশিয়ে জামাকাপড় ধুয়ে ফেলতে হবে। বাথটব পরিষ্কার করতেও কস্টিক সোডা ব্যবহার করা যেতে পারে। এর জন্য টবে গরম জলভরে তাতে এক চা চামচ কস্টিক সোডা এবং এক চা চামচ লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটিকে পাঁচ মিনিট রেখে দিতে হবে। এরপর টব থেকে জল বের করে স্ক্রাবার দিয়ে ঘষে নিতে হবে। তবে টব পরিস্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নিতে হবে।