ঘরের দেওয়াল কিংবা আসবাবপত্রে উইপোকা বাসা বেঁধেছে? টেনশন করার দরকার নেই, এই ৫ সহজ উপায়ে করুন মুশকিল আসান
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How to get rid of Termite from wall: বলা ভাল যে, কাঠের আসবাবপত্রের আর চিহ্নই থাকবে না উইপোকার উৎপাতে। বাড়িতে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে আলমারি, জানলা-দরজা সর্বত্র উইপোকার উৎপাত দেখা দিতে পারে।
advertisement
1/6

অনেক সময় বহু বাড়িতেই উইপোকার সমস্যা দেখা দেয়। সাধারণত ঘরের দেওয়াল কিংবা কাঠের আসবাবপত্রেই দ্রুত বাসা বাঁধে উইপোকা। আর একবার আসবাবপত্রে উইপোকা ধরলে তা দ্রুত নষ্ট করে দিতে পারে সেই আসবাবপত্র। বলা ভাল যে, কাঠের আসবাবপত্রের আর চিহ্নই থাকবে না উইপোকার উৎপাতে। বাড়িতে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে আলমারি, জানলা-দরজা সর্বত্র উইপোকার উৎপাত দেখা দিতে পারে। যার ফলে ফাঁপা হয়ে যেতে পারে সেই আক্রান্ত আসবাবগুলি। তবে কেবল কাঠের আসবাবপত্রের উপরেই নয়, বাড়ির দেয়ালেও অনেক সময় উইপোকার উপদ্রব দেখা দিতে পারে।
advertisement
2/6
কিন্তু সেটা বোঝার উপায় কী? আসলে অনেক সময় ঘরের দেওয়ালের উপর লম্বা রেখার মতো কিছু ফুটে উঠতে থাকে। দেখে মনে হয় যেন, ঘরের দেওয়াল নোংরা হয়ে গিয়েছে। আর ঘরের সৌন্দর্যও যেন নষ্ট হয়ে যায়। এমনটা হলে বুঝতে হবে যে, ঘরের দেওয়াল উইয়ে ধরেছে। যদি বাড়ির দেওয়াল কিংবা কাঠের আসবাবপত্রে উইপোকার উৎপাত বাড়ে, তাহলে সহজ কিছু উপায় অবলম্বন করেই সমস্যা থেকে মুক্তি মিলবে। আর সবথেকে বড় কথা হল, এই উপায়গুলি অবলম্বন করার জন্য পকেটে কিন্তু তেমন চাপও পড়বে না ৷ (Representative Image)
advertisement
3/6
দেওয়াল থেকে উইপোকা দূর করার সহজ উপায়: ১. যদি বাড়ির কোনও দেওয়ালে সামান্য পরিমাণও উইপোকার উপস্থিতির প্রমাণ মেলে, তাহলে অবিলম্বে সেগুলি দূর করার চেষ্টা করতে হবে। অন্যথায় এগুলি একবার রীতিমতো ডালপালার মতো ছড়িয়ে পড়লে কিন্তু তা অপসারণ করা মুশকিল হবে। ২. উইয়ের উৎপাত বাড়লে অবিলম্বে দেওয়ালে লবণ ছিটিয়ে দিতে হবে। একটি স্প্রে বোতলে লবণ জলের মিশ্রণ ভরে প্রতিদিন উইপোকা আক্রান্ত দেওয়ালে স্প্রে করতে হবে। এতে উইপোকা দ্রুত ছড়িয়ে পড়তে পারবে না। (Representative Image)
advertisement
4/6
৩. একটি স্প্রে বোতলে জল ভরে নিতে হবে। তাতে দুই চামচ নিম তেল যোগ করে ভাল করে মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ দেওয়ালে স্প্রে করতে হবে। এটি বেশ উপকারী। আসলে উইপোকা নিমের গন্ধ সহ্য করতে পারে না, তাই প্রতিদিন এই নিম জল স্প্রে করলে উইপোকা অনেকাংশে দূর হতে পারে। (Representative Image)
advertisement
5/6
৪. একটি বোতলের মধ্যে অর্ধেক জল ভরে তাতে ২-৩ চামচ ভিনিগার যোগ করতে হবে। ভাল করে মিশিয়ে তা স্প্রে করতে হবে। এতে উইপোকা নিধন হতে পারে। ৫. এছাড়া বাজারে প্রাপ্ত উইপোকা নাশক স্প্রে-ও ব্যবহার করা যেতে পারে। যদি দেওয়ালে উইপোকার উপদ্রব বেশি হয়, তাহলে একজন পেশাদার পেস্টিসাইড এবং কন্ট্রোলারকে ডাকতে হবে। কারণ উইপোকা সম্পূর্ণ রূপে নির্মূল করা খুবই কঠিন। কয়েক দিনের জন্যই কেবল এগুলি দূর হয়, কিন্তু ফের তা ছড়িয়ে পড়তে শুরু করে। (Representative Image)
advertisement
6/6
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঘরের দেওয়াল কিংবা আসবাবপত্রে উইপোকা বাসা বেঁধেছে? টেনশন করার দরকার নেই, এই ৫ সহজ উপায়ে করুন মুশকিল আসান