Thyroid: হঠাৎ ওজন বাড়ছে বা কমে যাচ্ছে? চুল পড়ছে? সাবধান! জেনে নিন আর কোন কোন উপসর্গ থাইরয়েডের লক্ষণ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
1/6

আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
2/6
আজকাল ঘরে ঘরে থাইরয়েডে আক্রান্তের হদিশ মেলে! বিশেষজ্ঞরা বলছেন, শরীরে যদি এই লক্ষণগুলি দেখা যায়, তবে সাবধান হন! হয়তো আপনি থাইরয়েডে আক্রান্ত! একনজরে দেখে নিন কোন উপসর্গের কথা বলা হয়েছে–
advertisement
3/6
ক্লান্তি– থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি জোগায়। যদি দেখেন দিনের প্রায় সারাটা সময়-ই ক্লান্ত লাগ্যে, অল্পতে হাফিয়ে উঠছেন, সিড়ি উঠতে হাফ ধরছে, তবে চিকিৎসকের পরামর্শ নিন! কারণ, থাইরয়েডের অন্যতম মূল উপসর্গ ক্লান্তি।
advertisement
4/6
ওজন বৃদ্ধি বা কমে যাওয়া– থাইরয়েড হলে শরীরের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয় এবং ওজনের হেরফের দেখা যায়। হাইপোথাইরয়েডিজম সম্পর্কিত ওজন হ্রাস মহিলাদের মধ্যে দেখা সবচেয়ে সাধারণ পরিবর্তনগুলির মধ্যে একটি। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে। শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়, শরীরের ক্যালরি বা ফ্যাটের মাত্রারও পরিবর্তন দেখা যায় এবং এর প্রভাব পড়ে ওজনে
advertisement
5/6
চুল পড়া– থাইরয়েড হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, খুব চুল পড়ে। প্রতিদিন চুল পড়া স্বাভাবিক। কিন্তু থাইরয়েডের সমস্যা হলে চুল পড়া আগের তুলনায় অনেক বেড়ে যাবে।
advertisement
6/6
চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, হঠাৎ করে গলার স্বর পরিবর্তন থাইরয়েডের একটি লক্ষণ। গাল ও মুখ-ও ফুলে যেতে পারে। থাইরয়েডের সমস্যা দেখা দিলে মেন্সট্রুয়াল সাইকেল পরিবর্তিত হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Thyroid: হঠাৎ ওজন বাড়ছে বা কমে যাচ্ছে? চুল পড়ছে? সাবধান! জেনে নিন আর কোন কোন উপসর্গ থাইরয়েডের লক্ষণ