Health Tips: ওষুধ নয়, এই গাছ সাক্ষাৎ 'হাসপাতাল'! জেদি পুরনো হাড়-গাঁটের ব্যথা ৭ দিনে ভ্যানিশ! রোধ করে টাক পড়া, শুধু জানুন সঠিক ব্যবহার
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Health Tips: জেদি পুরনো হাড়-গাঁটের ব্যথা, সায়াটিকা, আর্থ্রাইটিস, টাক পড়া, পেশির ব্যথা ইত্যাদি রোগে খুব কার্যকর এই গাছ।
advertisement
1/6

*ধুতুরা ভগবান শিবের খুব প্রিয়। ভারতে অনেক ধরনের ধুতুরা বা ধুতরা ফুল পাওয়া যায়। বেশ কিছু ধরণের ধুতুরা ফুল বেশ বিষাক্ত। ফলের পাশাপাশি, উদ্ভিদের অন্যান্য অংশগুলিও বিষাক্ত। কেউ যদি তা অতিরিক্ত পরিমাণে খেয়ে নেয়, তার বিরূপ প্রভাব পড়তে পারে শরীরে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটি বেশি পরিমানে খেলে দ্রুত হৃদস্পন্দন, বমি, নেশাগ্রস্থের মতো প্রভাব দেখা যায়। কিন্তু এই ধুতুরা অনেক রোগ নিরাময়ে কার্যকর। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
advertisement
2/6
*আয়ুর্বেদিক উপায়ে ধুতুরা ব্যবহার করলে হাড়ের ব্যথা, সায়াটিকা, আর্থ্রাইটিস, টাক পড়া, পেশির ব্যথা ইত্যাদি রোগে খুব কার্যকর বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*হাজারিবাগের মহেশ সোনি চকের গোলা রোডে অবস্থিত পতঞ্জলি হাসপাতালের ডাঃ জিতেন্দ্র উপাধ্যায় (বিএএমএস, জিএসিএইচ পাটনার অভিজ্ঞতা ৩২ বছর) জানিয়েছেন, আয়ুর্বেদে ধুতুরা যে কোনও রোগে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। তার মধ্যে প্রধান হল হাড় সম্পর্কিত সমস্যা। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*তিনি জানান, ধতুরার মিশ্রণে তৈরি তেল হাড়ের ব্যথা কমাতে অব্যর্থ। মাত্র ৫-৭ দিন একটানা এই তেল ব্যবহারে ব্যথা উপশম হতে শুরু করে। এই তেল বাজারে খুব কমই পাওয়া যায়। তবে আমরা খুব সহজেই আমাদের বাড়িতেও এটি প্রস্তুত করতে পারি। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
advertisement
5/6
*তিনি আরও বলেন, ধুতুরার তেল তৈরি করতে সবার আগে ফল থেকে বীজ বাদ দিতে হবে। এবারে সরষের তেলে রসুন, হিং ও কালো হলুদ মিশিয়ে ভালভাবে ফুটিয়ে নিতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*তেল ভাল করে ফুটে গেলে তা ছেঁকে আলাদা পাত্রে রেখে দিন। প্রতিদিন ম্যাসাজ করার আগে তেলটি একবার হালকাভাবে গরম করুন। এরপর শরীরের যে অংশে ব্যথা, সেখানে ম্যাসাজ করুন। ম্যাজিকের মতো ফল পাবেন। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: ওষুধ নয়, এই গাছ সাক্ষাৎ 'হাসপাতাল'! জেদি পুরনো হাড়-গাঁটের ব্যথা ৭ দিনে ভ্যানিশ! রোধ করে টাক পড়া, শুধু জানুন সঠিক ব্যবহার