Health Care: গরমের রসালো সুস্বাদু 'এই' লাল ফল 'ন্যাচেরাল ভায়াগ্রা', রোজ খেলে সঙ্গমের ইচ্ছা বাড়বেই, পুরুষদের জন্য আশীর্বাদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Health Care: সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে ভায়াগ্রার আসক্ত হয়ে পড়ছেন? সাবধান, নিত্য ওষুধের ব্যবহারে ফল হতে পারে মারাত্বক। প্রাকৃতিক উপায়ে নিজেকের যৌনজীবনকে উপভোগ্য করে তুলুন।
advertisement
1/11

*সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে ভায়াগ্রার আসক্ত হয়ে পড়ছেন? সাবধান, নিত্য ওষুধের ব্যবহারে ফল হতে পারে মারাত্বক। বরং, প্রাকৃতিক উপায়ে নিজেকের যৌনজীবনকে উপভোগ্য করে তুলুন। প্রতীকী ছবি।
advertisement
2/11
*গরমের মৌসুমে তরমুজ সবারই খুব পছন্দের। শরীরকে হাইড্রেটেড এবং সুস্থ রাখতে, এই মরসুমে তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বেশিরভাগ মানুষই জানেন যে তরমুজ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে তরমুজ প্রাকৃতিক ভায়াগ্রা হিসেবে কাজ করতে পারে। একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, তরমুজে উপস্থিত কিছু উপাদান পুরুষের যৌন সমস্যা দূর করতে পারে। বিশেষত, এটি ইরেক্টাইল ডিসফাংশনে কার্যকর বলে মনে করা হয়। প্রতীকী ছবি।
advertisement
3/11
*সুখী জীবনের চাবিকাঠি সুস্থ শারীরিক সম্পর্ক! কিন্তু ফাস্ট লাইফ, স্ট্রেস, কাজের চাপ, অত্যধিক মানসিক টেনশনে হারিয়ে যাচ্ছে যৌন উত্তেজনা! ফলে মিলনের স্থায়িত্ব বাড়াতে পুরুষরা ভায়াগ্রার মতো ওষুধ খান হামেশাই। এই ওষুধের মধ্যে থাকে সিট্রুলিন, লাইকোপেন জাতীয় যৌগ, যা পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতীকী ছবি।
advertisement
4/11
*মেডিক্যাল টুডে-এর রিপোর্ট অনুযায়ী, ইরেক্টাইল ডিসফাংশনের প্রধান কারণ পুরুষের গোপনাঙ্গে পর্যাপ্ত রক্ত প্রবাহের অভাব। তরমুজে পাওয়া সিট্রুলিন রক্ত প্রবাহকে উন্নত করে। এই কারণে, তরমুজকে প্রাকৃতিক ভায়াগ্রা হিসাবে বিবেচনা করা হয়। প্রতীকী ছবি।
advertisement
5/11
*জানেন কী ভায়াগ্রার চেয়েও বেশি শক্তিশালী দুটো অত্যন্ত সাধারণ ফল রয়েছে? তাও আপনার হাতের মুঠোয়? বিশ্বাস না হলে পরখ করে দেখতে পারেন। এই ফলের যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তোলার ক্ষমতা রয়েছে। তাই সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে একবার অন্তত ট্রাই করতেই পারেন। প্রতীকী ছবি।
advertisement
6/11
*যৌন উত্তেজনা বাড়াতে জুড়ি মেলা ভার তরমুজের। তবে শুধু তরমুজ নয়, পাতিলেবুরও বিকল্প নেই। তরমুজ এবং পাতিলেবুর মিশ্রণই প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে। সংগৃহীত ছবি।
advertisement
7/11
*তরমুজ ছোট ছোট করে কেটে মিক্সারে ব্লেন্ড করে নিন। তবে শুধু তরমুজের লাল অংশ নয়, সাদা অংশটাও খানিকাটা দিতে হবে। এ বার তরমুজের রসটা একটি পাত্রের মধ্যে ঢেলে ভাল করে ফোটাতে থাকুন। একই সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। ফোটানোর সময় মিশ্রণটি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সংগৃহীত ছবি।
advertisement
8/11
*মিশ্রণটি ঘন হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখুন। তারপর সেটিকে ফ্রিজে রেখে দিন। সংগৃহীত ছবি।
advertisement
9/11
*প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে খাবার আগে দু-চামচ করে ওই মিশ্রণ খেয়ে নিন। যাদের ওজন বেশি তারা ৩-৪ চামচ করেও খেতে পারেন। বিশেষজ্ঞদের দাবি, একসপ্তাহের মধ্যেই হাতেনাতে ফল মিলবে। প্রতীকী ছবি।
advertisement
10/11
*এই প্রাকৃতিক ভায়াগ্রা সমস্ত বয়সের জন্যই কার্যকরী, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ৷ তবে মিশ্রণে ভুলেও এতে নুন বা চিনি মেশাবেন না! সেক্ষেত্রে উপযোগিতা হারিয়ে যাবে! প্রতীকী ছবি।
advertisement
11/11
*ভায়াগ্রা একটি ড্রাগ যা বিশেষভাবে ইরেক্টাইল ডিসঅংশান চিকিৎসার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি তাত্ক্ষণিক প্রভাব দেখায়। এই ঔষুধ শুধুমাত্র একটি ডাক্তারের পরামর্শ উপর ব্যবহার করা উচিত। সামগ্রিকভাবে, এটি বলা যেতে পারে যে তরমুজ খাওয়া মানুষকে ইরেক্টাইল ডিসঅংশান থেকে মুক্তি দিতে পারে, তবে এটি ভায়াগ্রার বিকল্প হিসাবে বিবেচনা করা যায় না। প্রতীকী ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Care: গরমের রসালো সুস্বাদু 'এই' লাল ফল 'ন্যাচেরাল ভায়াগ্রা', রোজ খেলে সঙ্গমের ইচ্ছা বাড়বেই, পুরুষদের জন্য আশীর্বাদ