Body Pain Relief: শরীরের মহা রক্ষাকবচ! হুড়হুড় করে ওজন ঝরিয়ে গাঁটের ব্যথা নির্মূল করবে, একটি পাতার রসেই সব যন্ত্রণার উপশম
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
ওজন ঠিকঠাক রাখতে দরকার উচ্চমাত্রার আঁশজাতীয় খাবার। যেটাতে আবার ক্যালরির পরিমাণ থাকবে কম।
advertisement
1/5

ক্যাকটাস গাছ হাড়ের জন্য খুবই উপকারী। এতে ক্যালসিয়াম ছাড়াও আরও অনেক উপকারি পদার্থও থাকে। এই সমস্ত পদার্থ হাড় ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় সারিয়ে তুলতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
ক্যাকটাসে উপকারী খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ডায়াবেটিস ও উচ্চ মাধ্যমের কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য কার্যকর। সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
ক্যাকটাস পাতা থেকে নির্গত রস শরীরের ফোলাভাব কমানোর একটি বিশেষ ক্ষমতা রয়েছে। গাঁটের ফোলা, জয়েন্ট পেইন, মাংসপেশী ফোলা কমিয়ে ফেলার ক্ষেত্রে এই গাছের জুড়ি মেলা ভার। সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
মানুষের ত্বকে সেলুলার এফেক্ট থেকে যায় যা কিনা ত্বক কে খারাপ করে দেয়। ক্যাকটাসের রস এই খারাপ ত্বকের সমস্যা মেটাতে সাহায্য করে। সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
ক্যাকটাসে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা অনিদ্রা, দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করতে সাহায্য করে। মানুষের নিদ্রা বৃদ্ধি করে এবং মানুষকে চিন্তামুক্ত থাকতে সাহায্য করে। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Body Pain Relief: শরীরের মহা রক্ষাকবচ! হুড়হুড় করে ওজন ঝরিয়ে গাঁটের ব্যথা নির্মূল করবে, একটি পাতার রসেই সব যন্ত্রণার উপশম