Weekend Trip: পুজোয় ডেস্টিনেশন হোক কলকাতার অদূরের এই জায়গা, একবার পৌঁছলে ফিরতে মন চাইবে না
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: দারুণ এক জায়গা। জল জঙ্গলে ঘেরা সঙ্গে রয়েছে পাহাড়। পাবেন থাকার জায়গা। পাহাড় সবুজ গাছপালায় আবৃত। পাবেন সমতলভূমির বৃক্ষ, মালভূমির গাছপালা, মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদের সমারোহ।
advertisement
1/6

*কংসাবতী নদীর তীরে বড়দি পাহাড়। পাহাড় সবুজ গাছপালায় আবৃত।
advertisement
2/6
*পাহাড় সবুজ গাছপালায় আবৃত। পাবেন সমতলভূমির বৃক্ষ, মালভূমির গাছপালা, মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদ।
advertisement
3/6
*বাঁকুড়া থেকে ধলডাঙ্গা হয়ে তালডাংরা–সিমলাপাল পেরিয়ে পিরর গাড়ি মোড় থেকে বড়দি পাহাড় খুব কাছে। বাঁকুড়া থেকে ৫০ কিমি।
advertisement
4/6
*বাঁকুড়ার 'এই' পাহাড় রূপকথার জগৎ! বারে বারে গেলেও এই সৌন্দর্য নিশ্চিত অধরা! না দেখলে বড় মিস।
advertisement
5/6
পাহাড়ের পাশেই রয়েছে রিসর্ট এবং থাকার জায়গা। প্রকৃতিপ্রেমিক দেবনাথ মোদক বলেন,
advertisement
6/6
*বাঁকুড়ায় পাহাড়ের অভাব নেই। অভাব নেই জলাধারের। অন্যতম উল্লেখযোগ্য পাহাড় এই বড়দি পাহাড়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: পুজোয় ডেস্টিনেশন হোক কলকাতার অদূরের এই জায়গা, একবার পৌঁছলে ফিরতে মন চাইবে না