Health Tips: প্রচণ্ড বিষাক্ত গাছ! সোনার থেকেও দামি এই নাইটশেডের ফল! চমকে দেওয়া কার্যকারিতা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Health Tips: নাইটশেড আসলে ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। সোলানেসিয়াই শ্রেণির ওই উদ্ভিদ থেকে নির্যাস বার করে আনা হয়।
advertisement
1/9

*যাঁরা পেটের গোলযোগ, স্টোন সংক্রান্ত সমস্যা অথবা রক্তচাপ সম্পর্কিত অসুখে ভুগছেন, তাঁদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে একটি হোমিওপ্যাথি ওষুধ, যা একসঙ্গে অনেক রোগ সারাতে সক্ষম। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*এক কথায় বলা যায়, ভীষণই কার্যকর ওই ওষুধ! যদিও তা তৈরি হয় এক বিষাক্ত গাছ থেকে। তাই সেই ওষুধ সেবন করার জন্য প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*উত্তরপ্রদেশের ফিরোজাবাদের হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এমকে মজুমদার বলেন, তিনি হোমিওপ্যাথিতে বিএইচএমএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি জানান, শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধেই সমস্ত রোগের চিকিৎসা করা হয় এখানে। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যায় বেলাডোনা নামে একটি দুর্দান্ত ওষুধ রয়েছে। আর এই ওষুধ তৈরি হয় ইউরোপ অথবা হিমালয় পার্বত্য অঞ্চলে প্রাপ্ত অ্যাট্রোপা বেলাডোনা গাছ থেকে। সাধারণ যা বেলাডোনা অথবা ভয়ঙ্কর নাইটশেড নামে পরিচিত। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*হাঁপানি, ত্বকের সমস্যা-সহ একাধিক রোগের কার্যকরী দাওয়াই: নাইটশেড হল আসলে ভেষজ বহুবর্ষজীবী এক উদ্ভিদ। সোলানেসিয়াই শ্রেণীর ওই উদ্ভিদ থেকে নির্যাস বার করে আনা হয়। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যায় অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবেই ব্যবহৃত হয় এই গাছ। এর থেকে তৈরি হয় বেলাডোনা। যা শ্বাসতন্ত্র, ত্বকের রোগ, রক্তচাপ, পেটের সমস্যা, প্রস্রাবজনিত সমস্যা, পাথর, যন্ত্রণা প্রভৃতির চিকিৎসায় দারুণ ওষুধ হিসেবে কাজ করে। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এমকে মজুমদারের মতে, বিভিন্ন রোগের চিকিৎসা ভিন্ন ভিন্ন পরিমাণে এই ওষুধ ব্যবহার করা আবশ্যক। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*ভীষণই সহজলভ্যে এই ওষুধ: বিশেষজ্ঞ ওই হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এমকে মজুমদার বলেন, যেহেতু এই ওষুধ অত্যন্ত বিষাক্ত গাছ থেকে তৈরি করা হয়, তাই তা চিকিৎসকের পরামর্শ মেনেই সেবন করা উচিত। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*সবথেকে বড় কথা, বেলাডোনা নামে এই ওষুধ খুবই সহজলভ্য। যে কোনও হোমিওপ্যাথি ওষুধের দোকানেই তা পাওয়া যায়। কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে ওষুধের পরিমাণও হবে ভিন্ন ভিন্ন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: প্রচণ্ড বিষাক্ত গাছ! সোনার থেকেও দামি এই নাইটশেডের ফল! চমকে দেওয়া কার্যকারিতা