Healthy Tips: ওষুধের খনি, বমি, ডায়েরিয়া অসুখের যম, একটা পাতা খেলেই নিমেষে অসুখ থেকে মিলবে মুক্তি, জানুন বিশেষজ্ঞের মতামত
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এই পাতা গুঁড়ো বা তেল হিসেবেও ব্যবহার করা হয়৷ এছাড়া পেস্ট বানিয়ে নিন৷ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ৷
advertisement
1/5

এই গাছের পাতা প্রাকৃতিকভাবে বেশ শীতল, তাই পেটের সমস্যা মেটাতে এর জুড়ি মেলা ভার৷ শুধু পেটের সমস্যা নয়, আরও নানা ধরনের অসুখকে সাড়িয়ে দিতে পারে এই পাতা৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ অঙ্কুর তানওয়ার এই পাতার গুণাগুণ সম্বন্ধে বিস্তারিত জানান৷
advertisement
2/5
এই পাতা গুঁড়ো বা তেল হিসেবেও ব্যবহার করা হয়৷ এছাড়া পেস্ট বানিয়ে নিন৷ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ৷
advertisement
3/5
মানসিক চাপ ও বিষন্নতার উপসর্গ দূর করতে এই গাছের পাতা খুবই উপকারী৷ এই পাতা পিষে মাথায় লাগালে, শীতলতা প্রদান করে৷ এর ফলে ভাল ঘুম হয়৷ ফলে মানসিক স্বাস্থ্য উন্নত হয়৷
advertisement
4/5
অর্ধেক চামচ হালকা গরম জলের সঙ্গে খেতে পারেন৷ এতে পেটের ব্যথা অনেকটাই কমে৷ এছাড়া বমি, ডায়রিয়া এবং বদহজমের সমস্যা থেকেও উপসম পাওয়া যায়৷
advertisement
5/5
আয়ুর্বেদ চিকিৎসক জানান, এই কাঠ শক্ত এবং ঔষধি গুণে পরিপূর্ণ। এর তেলের প্রায় অর্ধ ডজন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। এ ছাড়া এর পাতা মাত্র এক সপ্তাহ চিবিয়ে খেলে বছরের পুরনো দাঁতের ব্যথা সেরে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Tips: ওষুধের খনি, বমি, ডায়েরিয়া অসুখের যম, একটা পাতা খেলেই নিমেষে অসুখ থেকে মিলবে মুক্তি, জানুন বিশেষজ্ঞের মতামত