প্রস্রাবের সময় এই লক্ষণগুলি দেখা দিলে আজই সতর্ক হন, হতে পারে প্রস্টেট ক্যান্সার
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এই লক্ষণগুলি দেখা দিলে আজই সতর্ক হন, কারণ প্রথম ধাপে প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে তা নির্মূল হওয়া সম্ভব হয়
advertisement
1/6

পুরুষদের প্রস্টেট গ্রন্থির ক্যান্সারকেই প্রস্টেট ক্যান্সার বলে। প্রস্টেট একটি ছোট আখরোটের আকারের গ্রন্থি, যা মুত্রথলির নীচ থেকে যেখানে মুত্রনালী বের হয়েছে সেটির পাশে থাকে। এটি সেমিনাল তরল উৎপন্ন করে। এর মধ্য দিয়েই মূত্র এবং বীর্য প্রবাহিত হয়। এই গ্রন্থির মূল কাজ বীর্যের জন্য কিছুটা তরল পদার্থ তৈরি করা। চিকিৎসকদের মতে, পুরুষদের বয়স ৫০ পেরলেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে! কাজেই, এই লক্ষণগুলি দেখা দিলে আজই সতর্ক হন, কারণ প্রথম ধাপে প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে তা নির্মূল হওয়া সম্ভব হয়
advertisement
2/6
রাতে ঘন ঘন প্রস্রাব করার প্রবণতা, প্রস্রাব ধরে রাখতে না পারা
advertisement
3/6
প্রস্রাব পেলে ঠিক ভাবে মূত্রত্যাগ করতে না পারা। মূত্রত্যাগের সময়ে ব্যথা বা জ্বালা হওয়া
advertisement
4/6
মূত্রের সঙ্গে রক্তপাত হলে বা মূত্রের রং লাল, গোলাপী কিংবা গাঢ় বাদামি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
advertisement
5/6
বিশেষজ্ঞদের মতে, পিঠের নীচের দিক, মেরুদণ্ড, কোমর, নিতম্ব, কুচকি ও থাইয়ের ব্যথা প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে।
advertisement
6/6
প্রস্রাব করার সময় চাপ দেওয়া বা দীর্ঘ সময় ধরে মূত্রত্যাগ করা বা মূত্রত্যাগের গতি কমে যাওয়া
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্রস্রাবের সময় এই লক্ষণগুলি দেখা দিলে আজই সতর্ক হন, হতে পারে প্রস্টেট ক্যান্সার