TRENDING:

Weekend Trip: কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি '৫' অপরূপ জায়গা, দিগন্ত বিস্তৃত জলরাশি, নৌকাবিহার কী নেই! সপ্তাহান্তে ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: প্রতিদিনের ব্যস্ততার মাঝে পরিবার প্রিয়জনদের নিয়ে একটু অন্যরকম দিন কাটাতে ঘুরে আসতে পারেন কাছাকাছি এই জায়গাগুলিতে। জেলার পাঁচটি এমনই মনোরম গন্তব্যের ঠিকানা দিলাম আমরা।
advertisement
1/6
কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি ৫ অপরূপ জায়গা, দিগন্ত বিস্তৃত জলরাশি, নৌকাবিহার কী নেই! জানুন
*প্রতিদিনের ব্যস্ততার মাঝে পরিবার প্রিয়জনদের নিয়ে একটু অন্যরকম দিন কাটাতে ঘুরে আসতে পারেন কাছাকাছি এই জায়গাগুলিতে। জেলার পাঁচটি এমনই মনোরম গন্তব্যের ঠিকানা দিলাম আমরা।
advertisement
2/6
*শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির টানে, ভ্রমণ ও অবকাশ যাপনের সেরা ঠিকানাসীমান্ত শহর বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট। নদীর পাড়ে বনভূমির ছায়ায় হরিণের দল আর পাখির কলকাকলিতে প্রকৃতি যেন নিজেই হাতছানি দেয়, সঙ্গে রয়েছে নীলকুঠি ও ইছামতিতে নৌকা বিহারের সুযোগ।
advertisement
3/6
*অশোকনগর বিজ্ঞান উদ্যান বা সায়েন্স পার্ক। পড়াশোনার ফাঁকে ছোটদের শিক্ষার সঙ্গে আনন্দ দিতে ঘুরে আসতে পারেন এই জায়গায়। রোপওয়ে, ভূতের গুহা আর থ্রিডি শো-তে ভরপুর দিন কাটানোর আদর্শ ঠিকানা।
advertisement
4/6
*নীল জলরাশির বুক চিরে রঙিন নৌকা বিহারের আনন্দ সঙ্গে ফটোশ্যুট করতে মন চাইছে! তাহলে ডেস্টিনেশন হতেই পারে নীলগঞ্জের বর্তির বিল। সবুজ প্রকৃতির মাঝে এই বিস্তীর্ণ বিল সঙ্গে দেখা যেতে পারে নানা ধরনের পাখিও। এখানেই প্রিয়জনের সঙ্গে কাটান শান্ত কিছু মুহূর্ত।
advertisement
5/6
*জেলা সদর শহর বারাসাতের প্রাণ কেন্দ্রেই রয়েছে সিরাজ উদ্যান। নবাবী ধাঁচের প্রবেশদ্বার, মাঝখানের পুকুর আর চার ধারে সুন্দরভাবে সাজানো এই উদ্যানে আসলেই ভোরে উঠবে মন। ব্রিজে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করার সুযোগও। এ যেন শহরের বুকে এক টুকরো সবুজের অক্সিজেন।
advertisement
6/6
*ছুটিরদিনে পরিবারে থাকা ছোট সদস্যদের নিয়ে একটু আনন্দ দিতে ঘুরে আসতে পারেন অশোকনগর সংহতি পার্ক। ট্রয়ট্রেন, বোটিং আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার মনোরম পরিবেশে ছুটির দিন হয়ে উঠবে আরও রঙিন। জেলার এই স্থানগুলিতে ছুটির দিন কাটাতে পারেন একটু অন্য ভাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি '৫' অপরূপ জায়গা, দিগন্ত বিস্তৃত জলরাশি, নৌকাবিহার কী নেই! সপ্তাহান্তে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল